কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে দায়ের মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে বুধবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করেন নিহত কিশোরীর বাবা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার এই ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছে পুলিশ।

এদিন আদালতে পুলিশের তরফে জানানো হয়, কালিয়াগঞ্জের সাহেবডাঙা এলাকার এক যুবক ও এক কিশোরী গত ২০ এপ্রিল নিখোঁজ হয়ে যায়। ২ পরিবারই থানায় আসে। তাদের অভিযোগ দায়ের করতে বলেন আধিকারিকরা। কিন্তু কোনও পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। তার পরেও পুলিশ তাদের খোঁজ শুরু করে। পরদিন সকালে এলাকারই একটি পুকুর পাড় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। কিন্তু তার পর থেকে ঘটনার তদন্তে সহযোগিতা করছে না নিহত কিশোরীর পরিবার। উলটে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তারা।

এর পর বিচারপতি নাবালিকার মৃত্যুর তদন্তে কী পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে আদালতে রিপোর্ট দিতে বলেন পুলিশকে। সঙ্গে ময়নাতদন্তের ভিজিয়োগ্রাফি সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে নাবালিকার পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্টের কপি তুলে দিতে হবে জানান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ২ মে।

(Feed Source: hindustantimes.com)