জুন মাসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন মোদি, প্রস্তুতি আমেরিকা প্রশাসনের

জুন মাসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন মোদি, প্রস্তুতি আমেরিকা প্রশাসনের

নয়াদিল্লি  : আগামী জুন মাসের তৃতিয় সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ২১ জুন বিশ্ব যোগ দিবসে নিউইয়র্কে থাকার কথা নরেন্দ্র মোদির। রো খান্না জানিয়েছেন, ওই সফরে প্রধানমন্ত্রী যাতে মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন সে ব্যাপারে উদ্যোগী হয়েছেন তিনি। এব্যাপারে যথাযথ স্তরে আলোচনাও চলছে বলে তাঁর দাবি।

ভারতে ফাইটার জেট তৈরির জন্য জিই ইঞ্জিন সরবরাহের চুক্তি খুব দ্রুত সেরে ফেলতে চায় আমেরিকা। বুধবার সে কথা জানালেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খন্না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগেই আধুনিক জেট ইঞ্জিন নির্মাণ সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সই হতে পারে বলেও জানান তিনি।

ভারত-মার্কিন যৌথ বানিজ্য সম্মেলনের ফাঁকে তাঁর বক্তব্যে ডেমোক্রাট কংগ্রেস সদস্য রো খান্না বলেন, “ভারত বুঝতে পেরেছে যে সোভিয়েত জমানার সামরিক সরঞ্জামগুলিও তেমন কাজ করছে না। তা ছাড়া রাশিয়া এখন চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সত্যিই আমেরিকার সঙ্গে নিবিড় সহযোগিতার সম্পর্ক গড়ে  তুলতে চায়।’’

সরকারি সূত্রের খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড় আনতে ওই প্রকল্প শুরু করতে চলেছে ভারত আর আমেরিকা। জিই জেট ইঞ্জিন সরবরাহ সেই কর্মসূচিরই অন্তর্গত। এ বিষয়ে ভারতের সঙ্গে যৌথ উৎপাদনেও আগ্রহী আমেরিকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিকসের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে সরকারি সূত্রের খবর।

সম্প্রতি ভারতে অ্যাপল স্টোর খোলার উদাহরণ টেনে রো খান্নার দাবি, চিন থেকে বিশ্বখ্যাত সংস্থার ভারতে আসার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হচ্ছে এশিয়ার বানিজ্যিক হাব হয়ে উঠেতে চলেছে এই দেশ। ভারতকে বিকল্প সুলভ জ্বালানি দেওয়ার ব্যাপারেও যে আমেরিকা যথেষ্ট আগ্রহী তা স্পষ্ট করে দিয়েছেন হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য।

(Feed Source: news18.com)