পথে ঘাটে ভার্চুয়ালে ‘আমি সিঙ্গল’ বলবেন কী করে? এই সংস্থা বাতলে দিল সেরা সুরাহা

পথে ঘাটে ভার্চুয়ালে ‘আমি সিঙ্গল’ বলবেন কী করে? এই সংস্থা বাতলে দিল সেরা সুরাহা

আপনি কি এখনও সিঙ্গল? ওদিকে ডেটিং অ্যাপের চক্করে ঘুরে ঘুরেও কোনও লাভ হচ্ছে না? দিনের শেষে হাত ফাঁকা করেই ফিরতে হচ্ছে? তাহলে আপনার জন্য একটি সহজ সমাধান নিয়ে এসেছে একটি বিদেশি সংস্থা। এই বিশেষ কায়দায় আপনাকে কাপলদের ভিড় থেকে সহজেই আলাদা করতে পারবে যে কেউ। শুধু বাস্তব জগতেই নয়, ভার্চুয়াল জগতেই তা সম্ভব। একটি ছোট্ট সংকেতই হাজার কাপল ও এনগেজড প্রোফাইলের মাঝে যে কাউকে জানান দেবে আপনি সিঙ্গল। কী সেই চিহ্ন জানেন? একটি নাসপাতি!

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি। একটি সবুজ রঙের নাসপাতিই এখন নয়া ট্রেন্ড হয়ে উঠেছে নিজেক সিঙ্গল বোঝানোর জন্য। তবে এতকিছু থাকতে হঠাৎ নাসপাতি কেন, এই প্রশ্ন মনে জাগছে তো? আসলে এখানেই ভূমিকা ওই সংস্থার। ওরাই প্রথম একটি দুঃসাহসিক পদক্ষেপ নেয়। একজন সিঙ্গলের জন্য উপযুক্ত সঙ্গী খোঁজার দায়িত্ব! বাস্তবের জগতে এমন এক উপযু্ক্ত সঙ্গী খুঁজতে হলে তো আগে বোঝাতে হবে যে সে সিঙ্গল। তাই সবুজ রঙের একটি আংটি পরার নিদান দেয় সেই সংস্থা। এই আংটি পরে বেরোলেই যে কেউ আপনাকে চিনে নেবে সিঙ্গল হিসেবে। একইভাবে আপনি এমন আংটি পরা কাউকে দেখলে সহজেই জমে উঠতে পারে আলাপ। এরপর বাকিটা তো আপনারাই বলবেন!

প্রসঙ্গত এই সংস্থার নাম পিয়ার অর্থাৎ নাসপাতি। তাদের উদ্যোগেই এই আংটি পরা শুরু করেন সিঙ্গলরা। তবে ভার্চুয়াল জগতে নিজেকে সিঙ্গল বোঝানোর কায়দা কী? এর জন্য অনেকেই প্রোফাইলের বায়োতে নাসপাতির ইমোজি রাখতে শুরু করেছেন। সেই ইমোজিই বলে দেবে আপনি সিঙ্গল। এর ফলে প্রেম করাটা হয়ে উঠবে আরও সহজ। আর সংস্থার এই ফন্দি রীতিমতো মেনে নিয়েছে পশ্চিমের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়ার সিঙ্গলরা। এবার শুধু আপনার সেই দলে যোগ দেওয়ার পালা!

(Feed Source: hindustantimes.com)