পেট্রোলের বদলে এ কী ভরে দিচ্ছে পাম্প! একের পর এক বিকল গাড়ি

পেট্রোলের বদলে এ কী ভরে দিচ্ছে পাম্প! একের পর এক বিকল গাড়ি

জলপাইগুড়ি: পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহরের একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে র‌ওনা হতেই মাঝরাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির। তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনায় হ‌ইচ‌ই পড়ে যায় গোটা জলপাইগুড়ি শহরে।

অভিযোগ, শহরের ৩ নম্বর গুমটি এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হচ্ছিল।স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে থেকেই পেট্রোলের নামে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। এমন ঘটনায় মাথায় হাত মোটরবাইক মালিকদের। অনেকেই মোটরবাইকে‌র ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। শহরের বিভিন্ন গ‍্যারেজেও ভিড় পড়ে যায়।

চিত্রা রায় ও বান্টি দাস নামে দুজন গ্রাহক বলেন, শহরের ৩ নম্বর গুমটি এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে থেকেই পেট্রোলের নামে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। পরীক্ষা করে দেখা‌র পর পেট্রোলের সঙ্গে জল মিশে থাকা‌র বিষয়টি স্বীকার করে নিয়েছেন পেট্রোল পাম্পের এক কর্মী।

যদিও ঘটনার পর পেট্রোল পাম্পের ম‍্যানেজার‌কে খুঁজে পাওয়া যায়নি। গাড়ি চলক বান্টি দাস বলেন কিছুক্ষন আগে তেল ভরালাম কিছুটা দূর যেতেই বন্ধ হয়ে গেল গাড়ি। কী কারণে বন্ধ হয়ে গেল জানতে গ্যারেজে নিয়ে যাওয়ার পর বলে পেট্রোলের বদলে জল ঢোকানো হয়েছে গাড়িতে।

(Feed Source: news18.com)