ঝাড়গ্রাম: মামা বাড়ি থেকে ফেরার সময় মাঝ পথেই নিখোঁজ হয়ে যায় এক যুবতী। পরে দুদিন নিখোঁজ থাকার পর ডুমুরকোন্ডা জঙ্গলের সোনাঝুড়ি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এদিন ঘটনাটি ঝাড়্গ্রাম জেলার বেলপাহাড়ী থানার ডুমুরিয়া গ্রামের। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ওই যুবতী ১৮ বছর বয়সী, তার বাড়ি ওই গ্রামে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে গত ২৪ এপ্রিল মামা বাড়ি থেকে বাসে করে ফিরছিল ত্রিশা। ওই দিন বিকেল পেরিয়ে যাবার পর বাড়ি ফিরে না আসায় তার মোবাইল ফোনে করা হলে সুইচড অফ বলে। এরপর চারিদিক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। তারপর গত ২৫ এপ্রিল পরিবারের পক্ষ থেকে বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেন পুলিশ।
বুধবার বিকেলে ডুমুরকোন্ডার জঙ্গল এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে পুলিশ খবর পায়। এরপর ডুমুরিয়া গ্রামের নিখোঁজ হয়ে যাওয়া ত্রিশার পরিবারের লোকজনকে খবর দেন পুলিশ। খবর পাওয়ার পর তার পরিবারের লোকজনেরা এসে মৃতদেহ শনাক্ত করেন। মৃতদেহ শনাক্ত করার পর ওই দিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
মৃতার বাবা বাসুদেব সামন্ত বলেন, ” গত ১৬ এপ্রিল তার মামা বাড়ি ফুলকুশমা গিয়েছিল। ২৪ তারিখ বাসে করে বাড়ি ফিরে আসার সময় কেউ বা কারা আমার মেয়েকে ভুলিয়ে ফুসলে বাস থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার পর তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেয়৷’’ এটাই অভিযোগ মৃতার বাবার৷
এবিষয়ে বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়াই বলেন ” পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল। বুধবার দুপুরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মেয়েটির। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়না তদন্তের পর প্রকৃত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্য কোন কিছু ঘটে থাকলে তা বোঝা যাবে। তখন পুলিশ সেই মোতাবেক ব্যবস্থা নেবে। “
(Feed Source: news18.com)