Ananda Award: আনন্দ পুরস্কারে সম্মানিত হল পূর্ণেন্দুবিকাশ সরকারের ‘গীতবিতান তথ্যভাণ্ডার’, পরিশ্রম করে তুলে আনা তথ্যকে আনন্দ কুর্নিশ

Ananda Award: আনন্দ পুরস্কারে সম্মানিত হল পূর্ণেন্দুবিকাশ সরকারের ‘গীতবিতান তথ্যভাণ্ডার’, পরিশ্রম করে তুলে আনা তথ্যকে আনন্দ কুর্নিশ

পরিশ্রমের আনন্দ, আর আনন্দের পরিশ্রম, দুই যেন একাকার হয়ে গেল এবারের আনন্দ পুরস্কারে। অনেক পরিশ্রম করে তুলে আনা তথ্যকেই জানানো হল আনন্দ কুর্নিশ। ১৪২৯-এর আনন্দ পুরস্কারে সম্মানিত হল চক্ষুবিশেষজ্ঞ পূর্ণেন্দুবিকাশ সরকারের গীতবিতান তথ্যভাণ্ডার। পেশায় চোখের চিকিৎসক হলেও নেশায় রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্র সঙ্গীতের অতলে ডুব দিয়ে তুলে এনেছেন বিপুল তথ্যভাণ্ডার। গীতবিতানের বিভিন্ন গান কখন রচনা, কী তার উৎসগ্রন্থ, স্বরলিপিকার থেকে গানের লিপিকার, সত তথ্যই মিলবে গীতবিতান ভাণ্ডারের দুই মলাটে।

(Feed Source: abplive.com)