বাংলাদেশঃ ঘুড়ি ওড়াতে গিয়ে মৃত্যু

বাংলাদেশঃ ঘুড়ি ওড়াতে গিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ডেমরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ২ তলা বাসার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল্লাহর (১১) বাড়ি বরিশাল জেলার পাতারহাট থানার চর মাইশাক গ্রামে। সে ঐ এলাকার মৃত মিজু হাওলাদারের সন্তান। আব্দুল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০৪ নম্বর ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।

ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আওয়াল বলেন, রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আমরা জানতে পারি, শিশুটি ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়ার একটি ২ তলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শিশুর দুলাভাই কাওসার বলেন, ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়।

(Feed Source: sunnews24x7.com)