আপেলের রস কাড়তেই হামলা ! বিমানবন্দরের কর্মীদের ওপর ঝাঁপালেন মহিলা

আপেলের রস কাড়তেই হামলা ! বিমানবন্দরের কর্মীদের ওপর ঝাঁপালেন মহিলা

Offbeat News: একেবারে অবাক করার মতো কাণ্ড ! বিমানযাত্রীর থেকে আপেলের রস কেড়ে নেওয়ার মূল্য চোকাতে হল মার্কিন নিরাপত্তা কর্মীদের। শেষমেশ মহিলার কনুই, ঘুসি, কামড় খেয়ে নাজেহাল অবস্থায় পড়লেন তাঁরা।

Woman Attacks Airport Staff: হতবাক মার্কিন মুলুক !   
মার্কিন মুলুকের এই ঘটনা হতবাক করেছে অনেককেই। আসলে নিরপত্তার কড়াকড়ির কারণে আমেরিকায় বিমানযাত্রায় অনেক বিধিনিষেধ রয়েছে। যার সামান্য ত্রুটি হলেই সমস্যা বাড়ে বিমানযাত্রীর। এই বিধিনিষেধে অভ্যস্ত মার্কিন যাত্রীরা। সেখানে বিমানবন্দরের মতো জায়াগায় একজন সাধারণ মহিলার বিমানবন্দর কর্মীদের ওপর হামলা

অবাক করেছে তাঁদের।

Offbeat News: কী বলছে রিপোর্ট ?
গ্রেফতারের নথি বলছে, কেবল আপেলের রস কেড়ে নেওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে ১৯ বছরের ওই মহিলা। পুলিশ জানিয়েছে, ওনার নাম মাকিয়া কোলম্যান। অতিরিক্ত তরল বহনের কারণে ওই মহিলার থেকে আপেলের রস কেড়ে নেয় পুলিশ। সেই কারণেই তাদের সঙ্গে শারীরিক লড়াইয়ে জড়িয়ে পড়েন মহিলা। ২৫ এপ্রিল ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্তাদের ওপর হয় এই হামলা। নিরাপত্তা পরীক্ষার সময় এই ঘটনা ঘটে।

Woman Attacks Airport Staff: ঠিক কী হয়েছিল ?
আদালতের রেকর্ড অনুসারে,বিমানবন্দরের কর্মীরা নিরাপত্তা পরীক্ষার জন্য তার থেক আপেলের রস নিয়ে নেয়। তখনই বিরক্ত হতে শুরু করেন ওই মহিলা। এরপরই চিৎকার করতে শুরু করে।  বিমানে প্রচুর পরিমাণে তরল বহন করা নিষিদ্ধ জেনেও এই কাজ করতে থাকেন তিনি। রিপোর্ট অনুসারে, ১৯ বছরের ওই মেয়ে যখন ট্র্যাশ বিন থেকে রস বের করার চেষ্টা করে,তখন টিএসএ অফিসার তাকে বাধা দেয়। সেই সময় অন্যান্য পুলিশের সঙ্গে শারীরিক লড়াইয়ে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, একজন এজেন্টকে কামড়ে দেন কোলম্যান। কনুই দিয়ে আরেকজনের মাথায় আঘাত করেনষ এমনকী তৃতীয়জনের পনিটেল ধরেছিলেন তিনি। এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে ফিনিক্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেফতার করে।

Offbeat News: গ্রেফতারের পর প্রচুর টাকার জামিনে মুক্তি 
১৯ বছরের কোলম্যানকে গ্রেফতারের পর অবশ্য় বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর থেকে জামিন বাবদ ৪৫০০ ডলার (৩.৬ লক্ষ টাকা) নেওয়া হয়। বর্তমানে “বেশ কয়েকটি অপকর্মের হামলার অভিযোগ, অপরাধমূলক ক্ষতি, গুরুতর হামলা ও নিম্ন-স্তরের অপরাধমূলক কাজের” ধারা দেওয়া হয়েছে কোলম্যানের বিরুদ্ধে। বিমানবন্দরের কর্তারা জানিয়েছেন,ওই ঘটনার পর দুই টিএসএ এজেন্টকে আঘাতের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

(Feed Source: abplive.com)