ATM-এ ভুল করলেই জরিমানা, মিউচুয়াল ফান্ডে KYC- ১ মে থেকে পালটাচ্ছে এসব নিয়ম

ATM-এ ভুল করলেই জরিমানা, মিউচুয়াল ফান্ডে KYC- ১ মে থেকে পালটাচ্ছে এসব নিয়ম

এটিএমে জরিমানা থেকে গ্যাসের দামে হেরফের- আগামী ১ মে থেকে পালটে যাচ্ছে একাধিক অর্থ সংক্রান্ত নিয়ম। প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়ম পালটে যায়। মে’তেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। এটিএমের টাকা তোলার ক্ষেত্রে জরিমানা, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কেওয়াইসির নিয়ম বাধ্যতামূলক হচ্ছে। ১ মে থেকে অর্থ সংক্রান্ত কোন কোন নিয়ম পালটে যাচ্ছে, তা দেখে নিন –

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নয়া ATM নিয়ম

পয়লা মে থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নয়া নিয়ম শুরু হচ্ছে। পিএনবির তরফে জানানো হয়েছে, এটিএম থেকে টাকা তোলার সময় যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, তাহলে জরিমানা গুনতে হবে। ১০ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সঙ্গে যোগ করা হবে জিএসটি। পিএনবির তরফে জানানো হয়েছে, এটিএম লেনদেন ব্যর্থ হওয়ার পরে অভিযোগ জমা পড়ার সাতদিনের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

জিএসটি সংক্রান্ত নিয়ম পরিবর্তন

একাধিক রিপোর্ট অনুযায়ী, যে ব্যবসার টার্নওভার ১০০ কোটি টাকা বা তার বেশি, সেগুলি সাতদিনের মধ্যে ইলেকট্রনিক ইনভয়েস আপলোড করতে হবে (ওই ইনভয়েস পাওয়ার সাতদিনের মধ্যে)।

রান্নার গ্যাসের দাম পরিবর্তন

সাধারণত প্রতি মাসের পয়লা দিনে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়ে থাকে। মে’তেও সেটার অন্যথা হবে না বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। আপাতত কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম পড়ছে ১,১২৯ টাকা। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে দাম পড়ছে যথাক্রমে ১,১০৩ টাকা, ১,১০২.৫ টাকা এবং ১,১১৮.৫ টাকা। অন্যদিকে কলকাতা, দিল্লি, চেন্নাই এবং মুম্বইয়ে ভর্তুকিহীন ১৯ কেজির দাম যথাক্রমে ২,১৩২ টাকা, ২,০২৮ টাকা ১,৯৮০ টাকা এবং ২,১৯২.৫ টাকা পড়ছে।

মিউচুয়াল ফান্ডে ই-ওয়ালেটে বাধ্যতামূলক KYC

মে মাসের পয়লা দিন থেকে মিউচুয়াল ফান্ডে ই-ওয়ালেটের ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক করে দিচ্ছে ভারতের বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)। সেবির তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত কেওয়াইসির নিয়ম মেনে সেই ই-ওয়ালেট বজায় রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, সেবি যে সিদ্ধান্ত নিয়ছে, তাতে মিউচুয়াল ফান্ডের লেনদেনের জালিয়াতি কমবে। আরও সুরক্ষিত হবে লেনদেন।

(Feed Source: hindustantimes.com)