স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে দু-দু’টো খুন, পালাতে গিয়ে মৃত অভিযুক্ত নিজেও!

স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে দু-দু’টো খুন, পালাতে গিয়ে মৃত অভিযুক্ত নিজেও!

মালদহ: কুড়ুল দিয়ে নিজের স্ত্রী-সহ পরপর তিন জনকে কুপিয়ে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা অভিযুক্ত ব্যক্তির। বাড়ির ছাদ ডিঙিয়ে পালানোর সময় মৃত্যু হল অভিযুক্তের। যদিও অভিযুক্ত ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধড়া পড়ে অভিযুক্ত। সেই সময় তাকে পিটিয়ে মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকায়। কুড়ুলের কোপে মৃত্যু হয়েছে এক কিশোরী-সহ দুই জনের। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মৃত ব্যক্তির স্ত্রী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মৃত ব্যক্তির নাম টুবাই মণ্ডল (৩৫)। পেশায় ভিন রাজ্যের শ্রমিক। এছাড়াও মৃত্যু হয়েছে অভিযুক্তের স্ত্রীর বৌদি দিপ্তী সিংহ মণ্ডল ( ২৪) ও  ভাগ্নি লক্ষ্মী মণ্ডলের। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী নির্মলা মণ্ডল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই টুবাইয়ের সঙ্গে স্ত্রীর অশান্তি চলছিল। এই নিয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে।

সম্প্রতি টুবাই ভিন রাজ্য কাজ করতে গিয়েছিল। সে সময় বাবার বাড়ি চলে আসেন স্ত্রী। ভিন রাজ্যে থেকে বাড়িতে ফিরে শনিবার সন্ধ্যায় স্ত্রীর কাছে আসে। অভিযোগ, নির্মলা দেবী শ্বশুর বাড়ি ফিরে যেতে রাজি হননি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের বিবাদ শুরু হয়। সেই সময়ই অভিযুক্ত টুবাই মণ্ডল বাড়িতে রাখা কুড়ুল নিয়ে স্ত্রীর ওপর চড়া হয়। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। সে সময় তাকে বাঁচাতে ছুটে আসে তাঁর দাদার স্ত্রী ও বাড়িতে থাকা ১৪ বছরের ছোট্ট ভাগ্নি।

অভিযুক্ত ওই দুজনকেও কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপায় বলেঅভিযোগ। বাড়ির ভিতরে চিৎকার  শুনে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্য ও আশেপাশের বাসিন্দারা। সে সময় বাড়ি থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত টুবাই। এদিকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে তড়িঘড়ির মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাড়ি থেকে পালানোর সময় মৃত্যু হয় অভিযুক্তেরও। স্থানীয়দের অভিযোগ, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী যায়। অভিযুক্তের মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(Feed Source: news18.com)