হাজার হাজার হিরে বসানো আংটি! গিনিসে নাম ভারতীয় সংস্থার, চমকে দেবে হিরের মূল্য

হাজার হাজার হিরে বসানো আংটি! গিনিসে নাম ভারতীয় সংস্থার, চমকে দেবে হিরের মূল্য

হিরের আংটি বানানোর সময় একটি সুন্দর ডিজাইনের পরিকল্পনা সবাই করে থাকেন। অনেকে পরিকল্পনা করেন কতগুলি হিরে দিয়ে তৈরি হবে সেই আংটি। কেউ একটা কেউ দুটো, কেউ বা একসঙ্গে ১০টা হিরেও বসান আংটিতে। কিন্তু ঠিক কতগুলি হিরে বসালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়া  যায় বলুন তো? ১০০ না ২০০? নাকি ১০০০? আসল সংখ্যাটা কত, তা আর কষ্ট করে আন্দাজ করতে হবে না। কারণ সম্প্রতি ভারতেরই এক সংস্থা গিনিসের খাতায় নাম তুলেছেন, রেকর্ড সংখ্যক হিরে আংটির উপর বসিয়ে‌। একসঙ্গে ৫০,৯০৭টি হিরে রয়েছে সেই আংটিতে।লেখায় কোনও ভুল নেই, বা আপনিও ভুল পড়ছেন না। গুনে গুনে পঞ্চাশ হাজার নশো সাতটি হিরেই বসানো হয়েছে ওই আংটিতে। আর এই দারুণ কীর্তির দরুণ গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছে হরি কৃষ্ণ এক্সপোর্টস অ্যান্ড এইচকে ডিজাইন।

সম্প্রতি মুম্বইয়ের এই সংস্থার ফুলের আকারে তৈরি হিরের আংটি গিনিস বুকের খাতায় নাম তুলেছে। একটি সূর্যমুখী ফুলের উপর বসে আছে প্রজাপতি। বেশ কয়েকটি পাপড়ি রয়েছে সেই বড় ফুলটির। এই পাপড়িগুলিই রন্ধ্রে রন্ধ্রে হিরেখচিত। কীভাবে তৈরি করা হল এই দুর্দান্ত আংটি? সংস্থার কথায়, আংটিতে ব্যবহৃত সব হিরেই রিসাইকলড। অর্থাৎ ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হিরে ও সোনা দিয়ে তৈরি করা হয়েছে আংটিটি। প্রতিটি হিরে বসানোর দায়িত্বে ছিল সংস্থার তাবড় তাবড় অভিজ্ঞ কর্মীরা‌। সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর হাসু ঢোলাকিয়া সংবাদমাধ্যমকে বলেন,‘এইচকে ডিজাইন বিশ্বাস করে না স্বপ্ন সত্যি হয়, বরং মনে করে স্বপ্ন সত্যি করতে হয়!’

গিনিস সংস্থার হিসেব অনুযায়ী আংটিটির দাম ৭৮৫৬৪৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৬,৪২,২২,৯৪৩ টাকা। ‘ইউটিরিয়া’ নাম দেওয়া হয়েছে এই বিশেষ আংটিকে, যার অর্থ ‘প্রকৃতির মধ্যে রয়েছে এমন’। আংটিটির নকশা করতেই সময় লেগে গিয়েছিল ৪ মাস। আর তৈরি করতে লাগে আরও পাঁচ মাস। মোট মিলিয়ে নয় মাসের মাথায় তৈরি হয় বিশ্ব রেকর্ডের খেতাব পাওয়া  ‘ইউটিরিয়া’।

(Feed Source: hindustantimes.com)