পশ্চিমবঙ্গ: বাংলাদেশ সীমান্তে 13 কোটি টাকার সাপের বিষ ধরা পড়ল বিএসএফ, জারে লেখা ‘মেড ইন ফ্রান্স’

পশ্চিমবঙ্গ: বাংলাদেশ সীমান্তে 13 কোটি টাকার সাপের বিষ ধরা পড়ল বিএসএফ, জারে লেখা ‘মেড ইন ফ্রান্স’

সাপের বিষ জব্দ করেছে বিএসএফ
– ছবি: এজেন্সি

উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মীরা হিলি এলাকায় সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করেছে। এর গায়ে মেড ইন ফ্রান্স লেখা আছে। এর বাজার মূল্য 13 কোটি টাকা বলা হয়েছে।

বিএসএফ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গেশপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় চোরাচালানের খবর পাওয়া যায়। এই অবরোধের পর তদন্ত শুরু হয়। সেখানে তল্লাশি অভিযানও চালায় বিএসএফ জওয়ানরা। অনুসন্ধানের সময়, একটি জার পাওয়া গেছে, যার উপর মেড ইন ফ্রান্স ট্যাগ লাগানো আছে। এই বয়ামে সাপের বিষ ভর্তি পাওয়া গেছে।

বলা হচ্ছে এই জার বুলেট প্রুফ। বালুরঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। তল্লাশির আভাস পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। তার খোঁজে তল্লাশি চলছে। এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে এটি কোবরা বিষ।

(Feed Source: amarujala.com)