ধর্ম পালটাননি, চাকরিতে নাম কিরণ করতে চান সৈয়দ, রিপোর্ট তলব বিচারপতি গাঙ্গুলির

ধর্ম পালটাননি, চাকরিতে নাম কিরণ করতে চান সৈয়দ, রিপোর্ট তলব বিচারপতি গাঙ্গুলির

নাম ছিল সৈয়দ আফিরুল মান্নান। নয়া নাম হয়েছে কিরণ রায়চৌধুরী। সরকারের বিভিন্ন পরিচয়পত্রে নাম পরিবর্তন হলেও সার্ভিস বুকে সেই পুরনো নামই রয়ে গিয়েছে। সার্ভিস বুকেও নাম পরিবর্তনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক শিক্ষক। তিনি দাবি করেন, বারবার আবেদন করলেও সার্ভিস বুকে নাম পালটায়নি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও কেন তিনি আচমকা নাম পালটাতে গেলেন, তা জানতে চান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন কারণে তিনি নাম পরিবর্তন করেছেন, তা খতিয়ে দেখে আরামবাগ পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ দেন তিনি।

মামলাকারী দাবি করেন, হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেজন্যই নাম পরিবর্তন করেন। সেইমতো সচিত্র পরিচয়পত্রে (ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো পরিচয়পত্র) নাম পরিবর্তন করে ফেলেছেন। তারপর সার্ভিস বুকে নাম পরিবর্তনের আর্জি জানান। কিন্তু একাধিকবার আবেদন সত্ত্বেও হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সার্ভিস বুকে নাম পরিবর্তন করেনি। কোনওভাবেই তাঁর আর্জিতে সাড়া দেওয়া হয়নি বলে দাবি করেন মামলাকারী। যিনি আরামবাগের বাসিন্দা।

ওই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান যে মামলাকারী নিজের ধর্ম পরিবর্তন করেছেন কিনা। সেইসঙ্গে তিনি মন্তব্য করেন, নাম পরিবর্তনের স্বাধীনতা আছে। যে কেউ সেই কাজটা করতে পারেন। কিন্তু কোন উদ্দেশ্যে মামলাকারী নাম পরিবর্তন করেছেন, তা একেবারেই স্পষ্ট নয়। সেই পরিস্থিতিতে কোন উদ্দেশ্যে ওই শিক্ষক নাম পরিবর্তন করেছেন, তা খতিয়ে দেখে আরামবাগ পুলিশকে এক মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কোনও নির্দিষ্ট উদ্দেশ্যে নাম পরিবর্তন করেছেন কিনা, তাও খতিয়ে দেখতে বলেন।

যদিও মামলাকারীর আইনজীবী জানান, তাঁর মক্কেলের নাম পরিবর্তন করা সম্পূর্ণ অধিকার আছে। তাই নাম পরিবর্তন করতে চান তিনি। যদিও সেই সওয়ালে সন্তোষপ্রকাশ করেনননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুলিশের থেকে রিপোর্ট তলবের পাশাপাশি আগামী ৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

(Feed Source: hindustantimes.com)