
কলকাতা: ডিম্যাট অ্যাকাউন্ট হল অনলাইন অ্যাকাউন্ট। গ্রাহক এখানে ‘ডিম্যাটেরিয়ালাইজড’ বা ডিজিটাল আকারে সিকিউরিটি রাখতে পারেন। সেটা স্টক, বন্ড হোক বা মিউচুয়াল ফান্ড। তাছাড়া ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করা সহজ। বেশ কিছু সুবিধাও পাওয়া যায়। তাহলে কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেই হবে? দেখে নেওয়া যাক সেটাই।
মিউচুয়াল ফান্ড কেনার জন্যে কি ডিম্যাট অ্যাকাউন্ট দরকার: অনেকেই প্রশ্ন করেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য কি ডিম্যাট অ্যাকাউন্ট দরকার? এটা জানা গুরুত্বপূর্ণ যে ডিম্যাট অ্যাকাউন্ট শুধুমাত্র স্টকে বিনিয়োগের জন্য বাধ্যতামূলক। মিউচুয়াল ফান্ডের জন্য নয়। অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। তবে ডিম্যাট অ্যাকাউন্টের বেশ কিছু সুবিধা রয়েছে। সেগুলো কী?
ক) ডিম্যাট অ্যাকাউন্ট সমস্ত ধরনের বিনিয়োগ রাখার জন্য একটি ‘কমন প্লেস’ অফার করে। এটা পরিচালনা করা সহজ। বিনিয়োগ ট্র্যাক করা যায়।
খ) একটি একক বিবৃতিতে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা মিউচুয়াল ফান্ডগুলো কী অবস্থায় আছে তা দেখে নেওয়া যায়। গ) একটি অনলাইন অ্যাকাউন্ট দুর্দান্ত অ্যাক্সেসিবিলিটি অফার করে। শারীরিকভাবে বিনিয়োগ বা সঞ্চয় করার বিপরীতে দ্রুত এবং নির্বিঘ্ন লেনদেন করা যায়।
ঘ) ডিম্যাট অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ। সমস্ত নথিপত্র, সার্টিফিকেট ইত্যাদির ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই অ্যাকাউন্ট থেকে চুরি হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।
ঙ) ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি রাখা যায়। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর ইউনিটগুলির স্থানান্তরে সমস্যা হয় না।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আর কী বিকল্প আছে: ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। যেমন সরাসরি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অনলাইন পোর্টালের মাধ্যমে।
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি: এএমসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিকল্প অফার করে। এএমসি-র ওয়েবসাইটে গিয়ে বিনিয়োগকারী যে ফান্ডে বিনিয়োগ করতে চান সেটা নির্বাচন করতে পারেন। এরপর এএমসি-র অফিসে গিয়ে প্যান কার্ড, কেওয়াইসি নথিপত্র এবং চেকের অনুলিপি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন অনুমোদিত হলে, কোম্পানি একটি পিন এবং ফোলিও নম্বর দেবে। এর মাধ্যমে বিনিয়োগকারী তাঁর বিনিয়োগ পরিচালনা করবেন।
অনলাইন পোর্টাল: অনলাইন পোর্টালের মাধ্যমেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। এর জন্যে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গে পোর্টালের মাধ্যমে নেট ব্যাঙ্কিং করা যাবে কি না দেখে নিতে হবে তাও।