Sukanya Mondal:মেয়ে তো গরু পাচার করেননি, অনুব্রত কন্যাকে নিয়ে সুর নরম বিমান বসুর

Sukanya Mondal:মেয়ে তো গরু পাচার করেননি, অনুব্রত কন্যাকে নিয়ে সুর নরম বিমান বসুর

গরু পাচার মামলায় তিহাড় জেলে রাত কাটাচ্ছেন অনুব্রত মণ্ডল। এদিকে গ্রেফতার হয়েছেন অনুব্রতর কন্য়া সুকন্যাও। কার্যত সেই সুকন্যার পাশে থাকলেন বাম নেতা বিমান বসু। বিমান বসু বলেন, বর্তমান প্রজন্মকে কলুষিত করার জন্য যাঁরাই আছেন আমি তাঁদের বিরুদ্ধে। তাই আমি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তিনি হয়তো কয়লা পাচার গরু পাচারে হাত পাকিয়েছেন। কিন্তু তাঁর মেয়ে তো করেননি।

তবে প্রবীন বাম নেতার মুখে এই কথা শুনে অনেকেই অবশ্য় হতবাক। কারণ তদন্তে ক্রমশ উঠে এসেছে বিপুল সম্পত্তির অধিকারী সুকন্যা মণ্ডল। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে তাঁর এত সম্পত্তি হল কীভাবে তা নিয়ে নানা প্রশ্ন। সেক্ষেত্রে তিনি কি কিছুই জানতেন না? নাকি বাবার কুকর্মের কথা জেনেও চুপ করেছিলেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও । তবে তার মধ্যেই কার্যত অনুব্রতর পাশে না দাঁড়ালেও সুকন্য়ার পাশে দাঁড়িয়ে পড়লেন বিমান বসু।

এদিকে অনুব্রত জানিয়েছেন, মেয়েকে গ্রেফতারি করে বাহাদুরি করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গ টেনে বিমান বসু জানিয়েছেন, অনুব্রত নিজেই বলছেন এটা কি সিবিআইয়ের বাহাদুরি হল? গত কয়েকবছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত উনি। এবং তিনি এই প্রজন্মের কন্যা। কিন্তু তাকে খারাপ পথে নিয়ে গেল কে? বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। যিনি সুকন্যার বাবা।

বিমানের দাবি, যাঁরা রাজনীতি করেন তাদের কাজ কি খারাপ কাজ শেখানো? বাড়িতে বসে নিজের মেয়েকে খারাপ কিছু শিখিয়েছেন? তাকে যখন জিজ্ঞাসা করা হত তখন বলতেন আমার বাবা জানেন। আর জানে হিসাব রক্ষক। বোধ হয় সবটা মিথ্যা নয়। কিছু জিনিস হয়তো তিনি জানতেন। কিন্তু সব জিনিস যে জানতেন সেটা নাও হতে পারে।

বিমান বসু বলেন, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত বোলপুরে মাছ কাটত। বড় বড় মাছ কাটত। খুব ভালো কাটতে পারত। এত সম্পত্তি হলে সে মাছ কাটে না।

এদিন সুকন্য়া সম্পর্কে অনেকটাই সুর নরম বিমান বসুর। হুগলির কোন্ননগরের বড় বহেরা মাঠে এসএফআইয়ের সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু। সেখানেই বক্তব্য রাখার সময় কার্যত সুকন্যা সম্পর্কে কার্যত কিছুটা সহানুভূতি প্রকাশ করেন বিমান বসু।

(Feed Source: hindustantimes.com)