‘যতই হেনস্থা করুক, মাথা নত করব না’, ইটাহারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

‘যতই হেনস্থা করুক, মাথা নত করব না’, ইটাহারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

ইটাহার: ‘যতই হেনস্থা করুক, মাথা নত করব না’, এবার ইটাহারের সভা (Itahar Meeting) থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (TMC MP Abhishek Banerjee)। গাড়ির ছাদে উঠে বলেন, ‘ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে।’ কিন্তু কোনও কিছুতেই যে তিনি মাথা নত করবে না, সে কথা আরও একবার স্পষ্ট জানালেন তৃণমূল নেতা। সঙ্গে বার্তা, ‘পঞ্চায়েত ভোটে কে প্রার্থী হবেন, তা ঠিক করবে জনগণ।’

নাম না করে কাকে আক্রমণ?
এদিন নাম না করে উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক। বলেন, ‘ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল।’ প্রসঙ্গত, এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। ‘তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে ? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে।’ জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠিও দেন। অন্য দিকে, কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এদিন করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ব্যালট নিয়ে হাতাহাতি…
এই করণদিঘির সভার পরেও তৃণমূলের নবজোয়ারে গোপন ব্যালটের সময় হাতাহাতির ঘটনা ঘটে। প্রার্থী ঠিক করা নিয়ে হাপ্তিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের বুথে অশান্তি, মারপিট। ক্যাম্পে অভিষেক, কাছেই হাতাহাতি জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। অশান্তি চোপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথেও। পুলিশ-র‍্যাফ গিয়ে দু’পক্ষকে সরায়। প্রসঙ্গত, চোপড়ার সভা থেকে ২০২৬-এর বিধানসভা ভোটে, ২৪০ আসন জয়ের টার্গেট বেধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোপড়ার সভা থেকে অভিষেক যখন এই বার্তা দিচ্ছেন, তখন ইসলামপুরের সভায় বিস্ফোরক মন্তব্য করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল। তাঁর কথায়, যাত্রা করে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মধ্যে দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল!

(Feed Source: abplive.com)