প্রয়াত মহাত্মা গান্ধীর পৌত্র অরুণ গান্ধী, প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৯

প্রয়াত মহাত্মা গান্ধীর পৌত্র অরুণ গান্ধী, প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৯

প্রয়াত মহাত্মা গান্ধীর পৌত্র অরুণ গান্ধী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মহারাষ্ট্রের কোলহাপুরে মঙ্গল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণ সংবাদ তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে।

অরুণ গান্ধীর প্রয়াণ সংবাদ জানান তাঁর পুত্র তুষার গান্ধী। কোলহাপুরেই তাঁর শেষ কৃত্যের আয়োজন চলে। উল্লেখ্য, অরুণ গান্ধীর জন্ম হয়েছিল ১৯৩৪ সালে। মণিলাল গান্ধী ও সুশীলা মাশরুওয়ালার সন্তান অরুণ জন্মেছিলেন ডারবানে। তাঁর দাদু মহাত্মা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে অরুণও সামাজিক কাজকর্মে মনোনিবেশ করেছেন। বহু সমাজসেবা মূলক কাজে তিনি ছিলেন যুক্ত। উল্লেখ্য, একাধিক বইয়ের রচয়িতা ছিলেন অরুণ গান্ধী। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা ভারতীয় আমেরিকান লেখক হিসাবে খ্যাতনামা ছিলেন অরুণ গান্ধী। ১৯৮৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর পরিবারের সঙ্গে পৌঁছন। পরে তিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে তিনি প্রতিষ্ঠা করেন অহিংসামূলক ক্রিশ্চিয়ান ব্রাদার্স বিশ্ববিদ্যালয়ের। অরুণ মণিলাল গান্ধীর বাবা মণিলাল গান্ধী ছিলেন কর্মসূত্রে সম্পাদক। তাঁর মা সুশীলা ছিলেন ‘ইন্ডিয়ান ওপিনিয়ন’-এর প্রকাশক।

অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, খুব কাছ থেকে কি কখনও নিজের দাদা মহাত্মা গান্ধীকে দেখেছিলেন অরুণ? তার জবাবে জানা যায়, মাত্র ৫ বছর বয়সে দাদু মহাত্মা গান্ধীকে দেখার সুযোগ হয়েছিল মোহনলাল করমচাঁদ গান্ধীকে। পরে ১৯৪৬ সাল পর্যন্ত অরুণ তাঁর দাদুকে দেখতে পাননি, যখন মহাত্মা সেবাগ্রাম আশ্রমে ছিলেন। উল্লেখ্য, মহাত্মা গান্ধীর হত্যার ঠিক আগে ১৯৪৮ সালে অরুণ দেশে ফেরেন। পরবর্তীতে নাথুরাম গডসের হাতে বিড়লা হাউসের বাগানে মহাত্মা গান্ধীর মৃত্যু হয় গুলিবিদ্ধ হয়ে।

(Feed Source: hindustantimes.com)