বিধাননগর : অনলাইন থেকে ডেটা সংগ্রহ করে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বিধান নগর উত্তর থানার পুলিশ। ধৃত ঐ ব্যক্তির নাম বিজন দে৷
তার বাড়ি রানাঘাটে৷ তাকে রবিবার রাতে কৃষ্ণনগরে হানা দিয়ে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনলাইন থেকে চাকরি প্রার্থীদের ডেটা সংগ্রহ করত এবং ফোন মারফত তাদের সঙ্গে যোগাযোগ করত৷ এরপরেই দেওয়া হত ব্যাঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন৷ এই বলে লক্ষাধিক টাকা চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিত কিন্তু কোনও রকম চাকরি দিত না।
এ রকমই অভিযোগ জমা পড়ে বিধান নগর উত্তর থানায় তার পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের হানা দিয়ে এই বিজন দে নামক অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ৷
কত চাকরিপ্রার্থীদের থেকে এভাবে টাকা হাতিয়ে নিয়েছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধান নগর উত্তর থানার পুলিশ। অভিযুক্তকে বিধান নগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ৷ পুলিশ তদন্ত নামে জানতে পেরেছে একটি বিশাল প্রতারণা চক্র চালাত এই ব্যক্তি তাদেরও খোঁজ করা হচ্ছে।
(Feed Source: news18.com)