সাতসকালে পার্থ ‘ঘনিষ্ঠ’ আমলা সুকান্ত আচার্যের বাড়ি সিবিআই হানা

সাতসকালে পার্থ ‘ঘনিষ্ঠ’ আমলা সুকান্ত আচার্যের বাড়ি সিবিআই হানা

পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে সাতসকালে হাজির হল সিবিআই। নিউ ব্যারাকপুরের জগদীশচন্দ্র রোডে সুকান্তের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকেরা। তবে এই প্রথম নয় এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সুকান্ত আচার্য তাঁর দফতরে স্পেশ্যাল ডিউটি অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন। এ দিন সকালে একই সিবিআই হানা দিয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতেও।

দুর্নীতির মামলায় তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে নাম ছিল ডব্লিউবিসিএস অফিসার সুকান্তের। এছাড়া নাম ছিল শিক্ষাসচিব মণীশ জৈনেরও। ১০৪ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি অভিযোগ করে, শিক্ষা ক্ষেত্রে নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের আলাদা করে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হত। টাকার বিনিময়ে সেই ব্যবস্থা করা হতো। ইডি-র অভিযোগ, ইন্টারভিউয়ের নির্দেশ দিতেন পার্থ। তার আয়োজন করতেন সুকান্ত আচার্য, মনীষ জৈনরা।

শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করা কমিটিতে ছিলেন সুকান্ত আচার্য। সেই কমিটিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশ তিনি কমিটিতে পৌঁছে দিতেন। যার ফলে ইডি মনে করছে, কী ভাবে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির কাজকর্ম পরিচালনা করতেন তার অনেকটাই জানতে পারেন সুকান্ত।

গত বছর ২৩ জুন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার আগের রাতেই সুকান্তের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এর মধ্যে একাধিকবার তিনি ইডি-র ডাকে সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। সিবিআইয়ের ডাকে গিয়েছেন নিজাম প্যালেসেও। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য মিলেছে। সে কারণে, সোজা সুকান্তের বাড়িতে হাজির হয়েছে সিবিআই।

(Feed Source: hindustantimes.com)