বাংলাদেশঃ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মাইকেল মেম্বার!

বাংলাদেশঃ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মাইকেল মেম্বার!

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মাইকেল ঢালী (৪৪) রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সৎভাবে জীবনযাপন করে মানুষের সেবা করতে আনন্দিত সে ও তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মৃত আবদুর রব ঢালীর ছেলে মাইকেল ছোটবেলায় বাবা-মাকে হারান। পরে আট ভাইবোনের সংসারে জীবিকার তাগিদে তিনি ঢাকায় গিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা চালানোর কাজ শুরু করেন। পরে ১০ বছর পর গ্রামে ফিরে আসেন সে। এরপর ১৬ বছর যাবৎ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে সে। রিকশা চালিয়ে গ্রামের মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে আনতে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে। এজন্য এলাকার মানুষের দাবির মুখে ২০১৬ সালে ইউপি নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। গত বছর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবার প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি।

বিজয়ী হয়ে এলাকায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। তবে রিকশা চালানোর কাজ ছাড়েন নাই তিনি। এলাকার মানুষের কাছে অবশ্য তিনি ‘রিকশাওয়ালা নিউ মাইকেল’ নামে পরিচিত।

মোক্তারেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অনেক বাসিন্দা বলেন, গত বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচনে মাইকেল ঢালী মেম্বার নির্বাচিত হয়। সে কথা দিয়ে কথা রাখে। আমাদের বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়ে। আমরা তার মাধ্যমে সরকারি সহায়তা পাচ্ছি। সে মেম্বার হওয়ার আগেও করনাকালিন সময়ে নিজ উদ্যোগে আমাদের সাহায্য সহযোগিতা করেছে।

এ ব্যাপারে মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মাইকেল ঢালী বলেন, জীবনে অনেক কষ্ট করেছি। তাই গরিব দুঃখি মেহনতী মানুষের কষ্ট আমি বুঝি। রিকশায় গ্রামের মানুষকে নেয়া-আনা করতে করতে তাদের সাথে সম্পর্ক হয়েছে। তাদের দাবিতেই জনপ্রতিনিধি হবার ইচ্ছে জাগছে। তাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমি রিকশা চালিয়ে সৎভাবে জীবন যাপন করে বেঁচে থাকতে চাই। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

(Feed Source: sunnews24x7.com)