China: দেশ থেকে যত্ন করে গরিবি ‘ডিলিট’ করে দিচ্ছে ওরা! কিন্তু আসল ছবিটা কী?

China: দেশ থেকে যত্ন করে গরিবি ‘ডিলিট’ করে দিচ্ছে ওরা! কিন্তু আসল ছবিটা কী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন এ মিথ্যার বেসাতি? যা নয়, সেটা দেখানো তো মিথ্যারই নামান্তর। অথচ, নানা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেটাই করে চলেছে চিন। যেমন সম্প্রতি করল দেশের মানুষের একাংশের দারিদ্র্য নিয়ে। গত কয়েক দশকে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে চিন। অর্থনৈতিক দিক থেকেও। এ ক্ষেত্রে আমেরিকাকে তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু গরিবি থেকে কি পুরোপুরি মুক্ত হতে পেরেছে? সম্ভবত নয়। কেননা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়ো তুলে দিয়েছে সেই প্রশ্ন। যদিও সেই ভিডিয়ো যত্ন করে ডিলিট করে দিয়েছে চিন। 

কী ডিলিট করে দিয়েছে চিন?

ডিলিট করে দেওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক অবসরপ্রাপ্ত মহিলা মুদিখানা দোকানে জিনিস কিনতে গিয়েছেন। কিন্তু ওই মহিলা ১০০ ইউয়ান বা ১৪.৫০ ডলারের জিনিসও কিনে উঠতে পারেননি। এক চিনা গায়কের গানেও সম্প্রতি ব্যঙ্গাত্মক ভাবে সে দেশের একাংশের মানুষের গরিবির কথা উঠে এসেছে। সেই গানের কথা ছিল– আমি রোজ মুখ ধুই, কিন্তু আমার পকেট আমার মুখের থেকেও পরিষ্কার! কিন্তু ঘটনা হল এই গান সোশ্যাল মিডিয়া থেকে সরাতে বাধ্য করে চিন।

কেন এভাবে ছবি ও গান ডিলিট করে দেয় চিন?

এর অর্থ, নিজের দেশের একাংশের মানুষের দুর্বল অর্থনৈতিক অবস্থা বিশ্বের সামনে কোনও ভাবেই প্রকাশিত হতে দিতে চায় না চিন। বরং বিষয়টিকে ধামাচাপা দিতেই চায়। এই অভিযোগ আগেও ছিল, এখনও রয়েছে। 

কিন্তু অ-চিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন জানাচ্ছে, চিনে এখনও প্রচুর মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করেন বা দ্রারিদ্র সীমার আশপাশে। তাদের দাবি, দুঃখী বয়স্ক মানুষ, বিকলাঙ্গ বা দুঃস্থ শিশুদের কোনও ধরনের নেতিবাচক ভিডিয়ো ইন্টারনেটে প্রকাশ করতে দেয় না চিন। সাধারণের উপর এ ব্যাপারে চিনা প্রশাসনের কড়া নজরদারি।

আসলে গরিবির বিরুদ্ধে লড়াইয়ে চিন জিতে গিয়েছে, তা প্রচার করতে বদ্ধপরিকর তারা। সারা বিশ্বের কাছে নিজের সমৃদ্ধির কথা প্রচার করতে চায় চিন। খুব বেশি দিন আগের কথাও নয়। মাত্র এই ২০২১ সালে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং গরিবি নিয়ে বলেছিলেন– গরিবির বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছি আমরা! 

সেটা যে সত্যি যে তা নয়, তা তো নানা ভাবে বেরিয়ে আসছে। 

(Feed Source: zeenews.com)