স্কুলে ‘বাতকর্ম স্প্রে’ ছড়িয়ে দিল ছাত্র, দুর্গন্ধে অসুস্থ ৬ পড়ুয়া হাসপাতালে

স্কুলে ‘বাতকর্ম স্প্রে’ ছড়িয়ে দিল ছাত্র, দুর্গন্ধে অসুস্থ ৬ পড়ুয়া হাসপাতালে

টেক্সাস : স্কুলে দুর্গন্ধের চোটে থাকতে পারছিল না পড়ুয়ারা। শেষে অসহনীয় পরিবেশে অসুস্থ হয়ে পড়ে ৬ জন ছাত্রছাত্রী। ওই ৬ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোথা থেকে এল এই অসহ্য গন্ধ? দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী শুরু করে তদন্ত। তিন দিন ধরে চলে অনুসন্ধানপর্ব। শেষে জানা গেল গন্ধের কারণ। উঁচু ক্লাসের এক পড়ুয়া স্কুলে ছড়িয়ে দিয়েছিল ‘ফার্ট স্প্রে’। অর্থা‍‍ত যেখান থেকে বাতকর্মের মতো দুর্গন্ধ বার হয়। ঘটনা ঘিরে হুলুস্থুল পড়ে যায় আমেরিকার টেক্সাসের ক্যানে ক্রিক হাই স্কুলে।

সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে গত সপ্তাহের বুধবার স্কুলে প্রথমবার ওই গন্ধ পাওয়া যায়। দ্রুত খালি করে দেওয়া হয় পুরো স্কুলবাড়ি। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের। স্কুলবাড়ি পরীক্ষা করেন দমকলকর্মীরা। কিন্তু কোনও বিষাক্ত গ্যাসের সন্ধানমুখ পাওয়া যায়নি। পর দিন থেকেই ফের স্কুল শুরু হয়। নির্ধারিত সময়ে ফিরে আসে পড়ুয়ারা। কিন্তু ৬ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মাথায় প্রচন্ড যন্ত্রণা করছিল। এ ছাড়াও আরও ৮ পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।

বাতাসের গুণমান নিয়ে আধিকারিকরা সবুজ সঙ্কেত দিলেও স্কুল খোলার পর ফের বন্ধ করে দিতে হয়। সেই সপ্তাহের বাকি দিনগুলিতে স্কুল আর করানো যায়নি। অবশেষে শুক্রবার সন্ধান মেলে অভিযুক্ত ছাত্রের। সে জানিয়েছে মজা করার জন্য স্কুলে ছড়িয়ে দিয়েছিল ফার্ট স্প্রে। এর থেকে মল এবং বমির গন্ধ বেরিয়ে ছড়িয়ে পড়ে পরিবেশে।

তবে তদন্তকারীরা নিশ্চিত এই ঘটনায় ওই অভিযুক্তর সঙ্গে আরও কয়েক জন জড়িত। তাদের খোঁজে চলছে জিজ্ঞাসাবাদ৷ স্কুল কর্তৃপক্ষের আশ্বাস, দোষী পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে৷

(Feed Source: news18.com)