পাতে মশলা ধোসা, স্কুটিতে সওয়ার! কর্ণাটকে বাজিমাত করতে কী কৌশল রাহুল গান্ধির?

পাতে মশলা ধোসা, স্কুটিতে সওয়ার! কর্ণাটকে বাজিমাত করতে কী কৌশল রাহুল গান্ধির?

বেঙ্গালুরু: কর্ণাটকে ভোট প্রচারের শেষ বেলা বড় চমক দিলেন রাহুল গান্ধি৷ রবিবার স্থানীয় এক ডেলিভারি কর্মীর স্কুটারের পিছনে চেপে বসলেন কংগ্রেস নেতা৷ ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে বসে প্রাতঃরাশও সারেন রাহুল গান্ধি৷ ডেলিভারি কর্মীদের কী কী সমস্যা, সে সবও মন দিয়ে শোনেন তিনি৷ রাহুল গান্ধির এই প্রচার কৌশলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে৷ কংগ্রেস নেতাকে সামনে পেয়ে সাধারণ মানুষও তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন৷

ডেলিভারি কর্মীদের সঙ্গে রাহুল গান্ধির এই আলাপচারিতার ভিডিও রবিবার শেয়ার করেছে কংগ্রেস৷ সেখানেই দেখা গিয়েছে, কথাবার্তার শেষে একজন ডেলিভারি এজেন্টের স্কুটারের পিছনেই চেপে বসেছেন রাহুল গান্ধি৷
ভিডিও-তে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, গিগ ওয়ার্কার এবং ডুনজো, সুইগি, ব্লিংক ইট, জোমাটোর মতো সংস্থার ডেলিভারি এজেন্টদের সঙ্গে বেঙ্গালুরুর বিখ্যাত এয়ারলাইন্স হোটেলে খোলামেলা আলোচনায় রাহুল গান্ধি৷

ভিডিও-তে দেখা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সঙ্গে একই টেবলে বসে ধোসা এবং কফি খাচ্ছেন রাহুল গান্ধি৷ পাশাপাশি তাঁদের বিভিন্ন ধরনের সমস্যার কথাও শুনছেন তিনি৷ রাহুল গান্ধিকে একসময় বলতে শোনা যায়, আপনাদের এত সমস্যা, অথচ কখনও সংবাদমাধ্যমে কোথাও তা নিয়ে কিছু দেখি না৷

(Feed Source: news18.com)