প্রেমে ছ্যাঁকা খাওয়ার যন্ত্রণা কাটাতে এক দারুন কাণ্ড ঘটালেন যুবক!

প্রেমে ছ্যাঁকা খাওয়ার যন্ত্রণা কাটাতে এক দারুন কাণ্ড ঘটালেন যুবক!

ব্রেক-আপের পরে অনেকেই ভেঙে পড়েন। বিচ্ছেদের জ্বালায় জ্বলেপুড়ে নিজের জীবনও শেষ করে দিচ্ছেন, এমন ঘটনাও হামেশাই চোখে পড়ে। তবে আজকাল ট্রেন্ড বদলেছে। ব্রেক-আপ হলে আজকাল মানুষ তা উদযাপন করছে। পার্টি করেই হোক কিংবা বন্ধুদের সঙ্গে হুল্লোড় করেই হোক – বিষয়টাকে দারুন ভাবে উপভোগ করেন। বিষয়টা এখানেই থেমে নেই। কেউ কেউ আবার প্রি-ওয়েডিং, পোস্ট-ওয়েডিংয়ের মতো ব্রেক-আপের স্পেশাল শ্যুট করাচ্ছেন। সম্প্রতি এমনই ছবি ইন্টারনেটে ভাইরালও হয়েছে।

কিন্তু প্রেমে ছ্যাঁকা খেয়ে এক অভিনব উদ্যোগ নিয়েছেন মধ্যপ্রদেশের রেওয়া জেলার দেবতালাবের তামরি খয়রা গ্রামের বাসিন্দা প্রদ্যুম্ন কুমার প্যাটেল। কী রকম? বছর পঁচিশের ওই যুবক তিরাহা নিউ বাস স্ট্যান্ড এলাকায় একটি চা স্টার্ট-আপ শুরু করেছেন। নিজের চায়ের দোকানের নামটিও দিয়েছেন খাসা। প্রেমে প্রতারিত হয়েছেন বলে চায়ের দোকানের নাম বেওয়াফা চায়ওয়ালা। তাঁর দোকানে চায়ের দাম মাত্র ১৫ টাকা।

প্রদ্যুম্নর দোকানের বিশেষত্ব হল, এই দোকানে প্রেমিক-জুটি এবং প্রেমে ছ্যাঁকা খাওয়া মানুষদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এই অফারের কারণে তাঁরা চা পেয়ে যাবেন মাত্র ১০ টাকায়। এখানেই শেষ নয়, প্রদ্যুম্ন অটোচালকদের কথাও ভেবেছেন। তাঁদের জন্যও রয়েছে চায়ের উপর বিশেষ অফার। অটোচালকদের কাছ থেকে প্রদ্যুম্ন চায়ের জন্য নেন মাত্র ৫ টাকা।

তবে চায়ের এই স্টার্ট-আপের পিছনে অবশ্য প্রদ্যুম্নর জীবনের একটা ঘটনা রয়েছে। ওই ঘটনাই মোড় ঘুরিয়ে দিয়েছে তাঁর জীবনের। সেই গল্পই শোনালেন ওই যুবক। সাত বছর আগে প্রেমে পড়েছিলেন একটি মেয়ের। কিন্তু মাত্র ৬ মাস আগেই সেই দীর্ঘ সময়ের সম্পর্কে ভেঙে বেরিয়ে গিয়েছেন তাঁর প্রেমিকা। প্রেমে এহেন ব্যথা পাওয়ার পরে ভেঙে পড়েন প্রদ্যুম্ন। যন্ত্রণায় ডুবে থাকতেন তিনি। আর এই কষ্ট কাটানোর জন্যও বেওয়াফা চায়ওয়ালা নামের চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেন।

প্রদ্যুম্ন বলেন যে, প্রায়শই বিচ্ছেদের পরে মানুষ হতাশ হয়ে পড়ে। এমনকী নিজেদের জীবনও শেষ করে গেয় তারা। আমার সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল। সেই হতাশা কাটাতেই চা বিক্রির সিদ্ধান্ত নিই। দোকানে শুধু চা বিক্রিই করেন না, এর পাশাপাশি বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য বিনামূল্যে টিপসও দেন ওই যুবক।

(Feed Source: news18.com)