মদ্যপান করে উড়ানের মধ্যেই চরম বেলেল্লাপনা মহিলার, কলকাতা বিমানবন্দরে গ্রেফতার

মদ্যপান করে উড়ানের মধ্যেই চরম বেলেল্লাপনা মহিলার, কলকাতা বিমানবন্দরে গ্রেফতার

তখন মাঝরাত। মধ্যগগনে দুরন্ত গতিতে চলছে বিমান। আর তার মধ্যেই মদ্যপান করে চরম বেলেল্লাপনা করলেন এক মহিলা। আর তাতে বেশ চাপে পড়ে যান পুরুষযাত্রীরা। প্রতিবাদ করলে সেই পুরুষকে জাপটে ধরেন ওই মদ্যপ মহিলা বলে অভিযোগ। এই বিমানের মধ্যে যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করা আইনত অপরাধ। তাই এই অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলা যাত্রীকে। পরিস্থিতি বেগতিক দেখে মাঝরাতেই বিমান সংস্থার পক্ষ থেকে খবর দেওয়া হয়েছিল সিআইএসএফ দফতরে। আজ, বৃহস্পতিবার সকালে ওই মদ্যপ মহিলাযাত্রীকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি ঠিক কী ঘটেছিল?‌ জানা গিয়েছে, ওই মহিলা বিমানের মধ্যেই মদ্যপান করেন। আর তারপর পুরুষযাত্রীদের নানা অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। নিজের পোশাকের অনেকটা অংশ খুলে অশ্লীল ইঙ্গিত করেন। তারই প্রতিবাদ করেছিলেন কয়েকজন ব্যক্তি। তখন ওই মদ্যপ মহিলা প্রতিবাদী পুরুষদের গিয়ে জাপটে ধরেন এবং কুকথা বলেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে বিমানসেবিকাদের গালিগালাজ করেন তিনি। কিন্তু রাতে কোনও মহিলা যাত্রীকে আটক করা যায় না। তাই বৃহস্পতিবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় ওই মদ্যপ মহিলাকে। উনি বুধবার রাতে নয়াদিল্লি থেকে কলকাতার বিমানে চেপেছিলেন।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, নয়াদিল্লি থেকে কলকাতায় ইন্ডিগোর বিমানে চেপেছিলেন ওই মহিলা। ওই রাতে বিমান যখন মাঝ আকাশে তখন করমজিৎ কৌর নামে ওই মহিলা যাত্রী বিমানের মধ্যেই প্রকাশ্যে মদ্যপান করেন। এমনকী সহযাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকেন। তাতে অনেকে বেশ অস্বস্তিতে পড়ে যান। এই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করতেই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের হাতে ওই মহিলা যাত্রীকে তুলে দেওয়া হয়।

তারপর ঠিক কী ঘটল?‌ বিমানবন্দরে ওই মহিলাকে আটক করা হলে তিনি তীব্র প্রতিবাদ করতে থাকেন। তাঁকে ছেড়ে দিতে বলেন। এমনকী সিআইএসএফ জওয়ানদের অশ্লীল ইঙ্গিত করেন বলে অভিযোগ। জওয়ানরা বেগতিক পরিস্থিতি দেখে ওই মহিলাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি মদ্যপ অবস্থায় মহিলার গায়ে প্রস্রাব করার ঘটনা প্রকাশ্যে এসেছিল বিমানের মধ্যে। তারপরই গত ১৯ জানুয়ারি অ্যালকোহল সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে এয়ার ইন্ডিয়া। তবে তারপরও এমন অনভিপ্রেত ঘটনা ঘটল।

(Feed Source: hindustantimes.com)