নিউ ইয়র্ক: নাম লিন্ডা ইয়াকারিনো৷ বর্তমানে NBCUniversal-এর এক্সিকিউটিভ৷ গত রাত থেকে তাঁকে নিয়েই শুরু হয়েছে তোলপাড়৷ কারণ, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট জানাচ্ছে, ট্যুইটারের সিইও পদ থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন এলন মাস্ক৷ তিনি নাকি এই ভূমিকা পালনের জন্য নতুন মুখ খুঁজে পেয়েছেন, আর এই নতুন মুখের নামই নাকি লিন্ডা৷
তবে ট্যুইটার থেকে এক্কেবারে সরে যাচ্ছেন না এই বিজনেস টাইকুন৷ শোনা গিয়েছে, তিনি নাকি এবার থেকে ট্যুইটারের চিফ টেকনোলজিস্টের ভূমিকা পালন করবেন৷
বৃহস্পতিবার একটি ট্যুইটে এলন মাস্ক জানান, সংস্থারনতুন সিইও আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দেবেন৷ তবে নিজের ট্যুইটে লিন্ডার নাম উল্লেখ করেননি তিনি৷ লিন্ডার তরফেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ NBCUniversal-এর তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে NBCUniversal-এরই একটি কাজে ব্যস্ত রয়েছেন৷
Excited to announce that I’ve hired a new CEO for X/Twitter. She will be starting in ~6 weeks!
My role will transition to being exec chair & CTO, overseeing product, software & sysops.
— Elon Musk (@elonmusk) May 11, 2023
(Feed Source: news18.com)