বাংলাদেশঃ সচল হলো চট্টগ্রাম বন্দর

বাংলাদেশঃ সচল হলো চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখা’র কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর পুরোদমে চালু হয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। কনটেইনার উঠানামা, জাহাজ থেকে পণ্যখালাসসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে কনটেইনার উঠানামা ও জাহাজ থেকে পণ্যখালাস শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের এনসিটি, সিসিটি, ডলফিন জেটি, ওয়াটার বাস টার্মিনালসহ বিভিন্ন জেটিতে আনার জন্য ২৪টি জাহাজের তালিকা করা হয়। বন্দরের নিজস্ব আঠারো জন পাইলটের তত্ত্বাবধানে ভোর সাড়ে চারটার জোয়ারের সময় এসব জাহাজ বহির্নোঙর থেকে জাহাজসমূকে বন্দর জেটিতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বন্দরের পাইলট ভ্যাসেল ‘দিশারি ২’, টাগবোট কাণ্ডারী ১, ২, ৪, ৬, ৭ ও ১১ এ কাজে সহায়তা করে। প্রথমে জেটির জাহাজগুলো আসার পর বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস (লাইটারিং) শুরু হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বন্দর জানান, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৮ নম্বর মহাবিপদ নামিয়ে আনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট প্রত্যাহার করে নিয়েছে। ফলে বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক।

(Feed Source: sunnews24x7.com)