প্রতি বছর বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয় ১৮ মে। এই দিন সারা বিশ্ব জুড়ে এইডস টিকার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা প্রসার করা হয়। ২০২৩ সালে একটি বিশেষ ভাবনা নিয়ে পালন করা হচ্ছে বিশ্ব এইডস টিকা দিবস।
1/5 প্রতি বছর বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয় ১৮ মে। এই দিন সারা বিশ্ব জুড়ে এইডস টিকার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা প্রসার করা হয়। ২০২৩ সালে একটি বিশেষ ভাবনা নিয়ে পালন করা হচ্ছে বিশ্ব এইডস টিকা দিবস।2/5 বিশ্ব জুড়ে গত শতক থেকেই ত্রাস ছড়াচ্ছে এইডস। সংক্রমক এই রোগের ভাইরাস এইচআইভি প্রথমেই আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এর ফলে রোগী ধীরে ধীরে নানারকম রোগে আক্রান্ত হতে থাকেন। 3/5 এইডস রোগের টিকা তাই আগেভাগেই নেওয়া জরুরি। এতে পরে কখনও রোগের ভাইরাস দেহে প্রবেশ করলেও রোগ ছড়াতে পারে না। এই বছর তাই একটি বিশেষ ভাবনা নিয়েই আয়োজন করা হয়েছে বিশ্ব টিকা দিবসের।
4/5 এই বছরের প্রধান ভাবনা এই খাতে বিনিয়োগ বৃদ্ধি, বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে ভাবা, বিভিন্ন এলাকার জনগোষ্ঠীকে এই উদ্যোগে সামিল করা ও একইসঙ্গে সারা বিশ্ব জুড়ে সহযোগিতার পরিবেশ তৈরি করা। টিকা সম্পর্কে সচেতনতা প্রসার ও টিকার জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ২০২৩ সালে। বিপুল সংখ্যক মানুষকে এইডসের টিকা দেওয়ির জন্যই এটি জরুরি।5/5 পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব জুড়ে সহযোগিতা পরিবেশ তৈরিরও ডাক দেওয়া হয়েছে এই বছর। টিকার গুরুত্ব বোঝাতে এই সহযোগিতার পরিবেশ বিশেষ করে জরুরি। তাই আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে এই আহ্বান জানানো হয়েছে।