আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত

আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত

জেল বন্দি তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আংটি পরার অনুমতি দেওয়ায় প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছে কারা বিভাগ। কেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী জেল কোডের পরিপন্থী এই কাজ করলেন তা ১৯ জুনের মধ্যে জানাতে হবে আদালতকে। সঙ্গে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা-ও জানাতে বলেছে আদালত।

গত মাসে পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশের সময় ইডির আইনজীবী বিচারককে বলেন, ওনাকে একটু হাত দু’টো দেখাতে বলুন। পার্থবাবু হাত উঁচু করে দেখালে বিচারক দেখেন, ২ হাতে ভর্তি আংটি। এর পরই ইডির আইনজীবী বলেন, ভেবে দেখুন পার্থ চট্টোপাধ্যায় কতটা প্রভাবশালী যে তিনি জেলেও আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন। এর পর এই ঘটনায় জেলের সুপারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। আদালতে হাজিরা দিয়ে দেবাশিসবাবু বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে জেলে নিয়ে আসার পরে তাঁর আংটি খোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আংটিগুলি ওনার আঙুলে এত শক্ত হয়ে আটকে গিয়েছিল যে সেগুলি খোলা যায়নি। খোলার চেষ্টা হলে চিৎকার করতে থাকেন পার্থবাবু। যার ফলে রণে ভঙ্গ দেন জেলের কর্মীরা। সেই থেকে আংটি তাঁর হাতেই রয়েছে।

এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয়নি আদালতের। এর পর দেবাশিসবাবুর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই তদন্ত শুরু হয়েছে বলে আদালতকে জানিয়েছে কারা বিভাগ। কেন তিনি এই কাজ করেছিলেন ও তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা ১৯ মে-র মধ্যে তদন্ত করে জানাতে হবে আদালতকে।

(Feed Source: hindustantimes.com)