ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, দফতরে হাতাহাতিতে জড়ালেন সরকারি আধিকারিকেরা

ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, দফতরে হাতাহাতিতে জড়ালেন সরকারি আধিকারিকেরা

ভাস্কর মুখোপাধ্যায়, এরশাদ আলম, বীরভূম: যুগ্ম সচিবের স্ত্রীর ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চড়াও হয়ে  হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল সরকারি আধিকারিকের বিরুদ্ধে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ির দফতরে উল্টে তাঁকেই শারীরিক নিগ্রহ করা হয় বলে পাল্টা অভিযোগ করেছেন নবান্নে কর্মরত যুগ্ম সচিব অমিতেশ বিশ্বাস। সিউড়ি ১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। দু’পক্ষই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক। অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

অভিযোগ, আয়ুষ বিভাগের মেডিক্যাল অফিসার টিঙ্কা শ্রীমানি বিনা নোটিসে কামাই করেও, জোর করে হাজিরা খাতায় সই করেন। যার জেরে তাঁর একমাসের বেতন কেটে নেওয়া হয় বলে অভিযোগ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ, গতকাল মারমুখী মেজাজে তাঁর দফতরে হাজির হয়ে অভব্য আচরণ করেন মেডিক্যাল অফিসারের স্বামী ও যুগ্ম সচিব অমিতেশ বিশ্বাস। মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন যুগ্ম সচিব।

চিকিৎসক স্ত্রীর ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চড়াও হয়ে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল সরকারি আধিকারিকের বিরুদ্ধে। পাল্টা নিগ্রহের অভিযোগ করেছেন নবান্নে কর্মরত ওই আধিকারিক। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক।

স্বাস্থ্যকেন্দ্রে হোমিওপ্যাথি চিকিৎসকের দরজায় ঝুলছে তালা। অভিযোগ, প্রায় ২ মাস ধরে ডাক্তার না আসায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। এই ছবি, বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের।

বীরভূমের সিউড়ি বড়চাতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী আরতি ডোমের কথায়, ২ মাস ধরে ডাক্তার হাসপাতালে আসছেন না। রোগীরা দেখাতে এসে ফিরে যেতে হচ্ছে।বৃহস্পতিবার কাজে যোগ দেন অভিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক টিঙ্কা শ্রীমানি। অভিযুক্ত চিকিৎসকের দাবি, নিয়ম মেনে লিখিত আবেদন করে ছুটি নিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও কেটে নেওয়া হয়েছে বেতন।

মেডিক্যাল অফিসার টিঙ্কা শ্রীমানির কথায়, আমি ছুটিতে ছিলাম, লিভ নিয়েছিলাম। তারপরেও কেন আমার টাকা কাটা হয়েছে? স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, স্ত্রীর মাইনে কাটার বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চড়াও হন টিঙ্কা শ্রীমানির স্বামী। যিনি নিজেও সরকারি আধিকারিক। ঘটনাটি জানিয়ে বীরভূমের জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

অভিযুক্ত চিকিৎসকের স্বামী  অমিতেশ বিশ্বাস বলছেন, স্ত্রী টিঙ্কা শ্রীমানিকে গত একমাস ধরে মাইনে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে গেলে মুখ্য স্বাস্থ্যআধিকারিকের স্টাফরা আমায় লাঠি দিয়ে মারধর করে।

সিউড়ি ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক।

বীরভূমের জেলাশাসক বিধান রায়ের কথায়, প্রাথমিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এদিকে দফতরে অশান্তির পরেই বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি  হয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এখন দেখার, এই বিতর্কের জল কতদূর গড়ায়।

(Feed Source: abplive.com)