এনজিওর নামে এ কী হচ্ছে পুরুলিয়ায়? জানলে চমকে যাবেন! কর্ণধার পুলিশের জালে

এনজিওর নামে এ কী হচ্ছে পুরুলিয়ায়? জানলে চমকে যাবেন! কর্ণধার পুলিশের জালে

পুরুলিয়া: এনজিওর আড়ালে প্রতারণা চক্রের হদিস মিলল পুরুলিয়া শহরে। হাতের কাজ শিখিয়ে মাসিক বেতন দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে প্রতারণা করার অভিযোগে একটি এনজিওর কর্ণধারকে হেফাজতে নেয় পুরুলিয়া সদর থানার পুলিশ।

বুধবার ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের সাহেববাঁধ এলাকার নর্থ লেক রোডে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রসঙ্গত, বেকার যুবতীদের হাতের কাজ শিখিয়ে চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে বেতন না দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে এনজিও সংস্থাটি। বেশ কিছু যুবককে চাকরি দেওয়ার নামে টাকাও নেয় এনজিওটি বলে অভিযোগ।

পুরুলিয়া সাহেব বাঁধের পাড়ে অবস্থিত নর্থ লেক রোডে এনজিওর একটি ঝাঁ চকচকে অফিস রয়েছে। বুধবার অফিসের কর্ণধার অয়ন সাঁতরা কার্যালয়ে আসার পর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতারিত মহিলারা। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁদেরকে প্রতারিত করা হয়েছে। ‌ ইতিপূর্বে এই এনজিওর অন্য একটি সংস্থা বেলগুমাতেও মানুষদের এইভাবে প্রতারিত করেছে বলে অভিযোগ। ‌বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন সংস্থার কর্ণধার অয়ন সাঁতরা।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হতেই খবর দেওয়া হয় পুরুলিয়া সদর থানার পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত অয়ন সাঁতরাকে আটক করে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

(Feed Source: news18.com)