বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?

বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?

মুম্বাই: অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত ২০০০ টাকার নোট বাতিলই করে দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ২০০০ টাকার নোট আর ছাপবে না তারা৷

তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ছাপানো বন্ধ হলেও ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ৷ আগামী ২৩ মে থেকে ব্যাঙ্কগুলিতে এই সুবিধা মিলবে৷ তবে একবারে ২০০০ টাকার নোটে ২০ হাজার টাকার বেশি বদলানো যাবে না৷

সাধারণ মানুষকে যাতে নতুন করে আর ২০০০ টাকার নোট গ্রাহকদের না দেওয়া হয় ব্যাঙ্কগুলিকে সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল৷ ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে ২০০০ টাকার নোট বাজারে আনা হয়েছিল, তা পূরণ হয়েছে৷ কারণ সেই সময়  বাজারে কম মূল্যের নোটের সরবরাহ কম ছিল৷ সেই ঘাটতি পূরণ করেছিল ২০০০ টাকার নোট৷ যদিও বর্তমানে অন্যান্য নোটের সরবরাহ পর্যাপ্ত রয়েছে৷ সেই কারণেই ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে৷

আরবিআই আরও জানিয়েছে, ২০০০ টাকার ৮৯ শতাংশ নোটই ২০১৭ সালের আগে ছাপানো৷ ফলে সেগুলির চার-পাঁচ বছরের যে স্বাভাবিক আয়ু তা ইতিমধ্যেই ফুরিয়েছে৷ ২০২৩ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে বাজারে যে সংখ্যক ২০০০ টাকার নোট রয়েছে তাঁর মূল্য ৩.৬২ লক্ষ কোটি টাকা৷ আরবিআই-এর এই ঘোষণায় অনেকেরই ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের কথা মনে পড়ছে৷

(Feed Source: news18.com)