চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

সুনীত হালদার, হাওড়া : চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত ( Howrah Puri Vande Bharat ) এক্সপ্রেসের। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এ রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে ( Santragachi ) হাততালি দিয়ে স্বাগত জানান যাত্রীরা।

গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )  । পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন।

বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।

(Feed Source: abplive.com)