নিয়ম ভেঙে সূর্যাস্তের পর স্বাগত জানানো হল, প্রধানমন্ত্রী মোদিকে প্রণাম পাপুয়া নিউ গিনির প্রধানম

নিয়ম ভেঙে সূর্যাস্তের পর স্বাগত জানানো হল, প্রধানমন্ত্রী মোদিকে প্রণাম পাপুয়া নিউ গিনির প্রধানম

নয়া দিল্লি : পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। রবিবার তাঁকে স্বাগত জানান সেখানকার প্রধানমন্ত্রী জেমস মারাপে। শুধু তা-ই নয়, সম্মানার্থে প্রধানমন্ত্রী মোদিকে প্রণাম করেন জেমস। পাপুয়া নিউ গিনিতে ফোরাম ফর ইন্দো-পেসিফিক আইল্যান্ড কো-অপারেশনের তৃতীয় সম্মেলনে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, সূর্যাস্তের পর কোনও নেতা পাপুয়া নিউ গিনিতে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না। কিন্তু, প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হল। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে সফর করা তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। এদিন স্থানীয় সময় রাত ১০টায় সেখানে পৌঁছন মোদি। পরে ট্যুইটারে সেকথা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছেছি। প্রধানমন্ত্রী জেমস মারাপে-কে ধন্য়বাদ যে তিনি বিমানবন্দরে আমাকে স্বাগত জানাতে এসেছিলেন। বিশেষ এই অভিব্যক্তি আমি চিরকাল মনে রাখব। আমার সফর চলাকালীন এই রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার চেষ্টা করব।’

এদিন বিমান থেকে প্রধানমন্ত্রী মোদি নামার পর প্রথমে একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। পরে প্রধানমন্ত্রী মারাপে মোদির পা স্পর্শ করে প্রণাম করেন। ফের একবার পরস্পর পরস্পরকে উষ্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ আলিঙ্গন করেন। এরপর অন্যান্য বিশিষ্টদের দিকে এগিয়ে যান তাঁরা। চলে পরিচয়পর্ব।

পাপুয়া নিউ গিনির ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের গভর্নর সাসিন্দ্রন মুথুভেল সেই দলে ছিলেন, যে দলটি প্রধানমন্ত্রী মোদিকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিল। তিনি জানান, প্রধানমন্ত্রী জেমস মারাপ গভীর সম্মান থেকে প্রধানমন্ত্রী মোদিকে প্রণাম করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে ১৯টি গান স্যালিউট ও গার্ড অফ অনারও দেওয়া হয়। জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

(Feed Source: abplive.com)