এশিয়া কাপ হকিতে এগিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের

এশিয়া কাপ হকিতে এগিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের

জাকার্তা: এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের। ১ গোলে প্রথম হাফে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোল হজম করতে হয় ভারতকে। যার জন্য ১-১ গোলে ড্র করেই পাকিস্তানের বিরুদ্ধে সন্তুষ্ট থাকতে হয় হরমনপ্রীতদের।

প্রথমে এগিয়ে গিয়েছিল ভারতীয় হকি দল

এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন সিমরনজিৎ, বীরেন্দ্র লাকরা। প্রথম কোয়ার্টারে একের পর এক গোলের সুযোগ তৈরি করে ভারত। চাপ সামলাতে পারেনি পাকিস্তান। প্রথম কোয়ার্টারের ৮ মিনিটের মাথায় গোল পেয়ে যায় টিম ইন্ডিয়া। পেনাল্টি পেয়ে সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি কার্থি সেলভাম। প্রথম কোয়ার্টারের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় কােয়ার্টারের শেষে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তান বেশ কয়েকবার ভারতের গোলমুখে এগিয়েছিল। কিন্তু ভারতীয় ডিফেন্ডারদের তৎপরতায় গোল হয়নি।

চতুর্থ কোয়ার্টারে গোলশোধ করে পাকিস্তান

তৃতীয় কোয়ার্টারেও ২ দলই একে অপরের বক্সে বারবার আক্রমণ শানালেও কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু চতুর্থ কোয়ার্টারের ১৪ মিনিটের মাথায় পাকিস্তানের হয়ে গোল করেন রানা।

গত বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাক বধ করেছিল ভারত

গত বছর হকিতে পাকিস্তান বধ করেছিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি (indian hockey team) দল। দলের হয়ে জোড়া গোল করেছিলেন হরমনপ্রীত সিংহ (harmanpreet sing)। এক গোল করেছিলেন আকাশদীপ। আর পাকস্তানের (pakistan) হয়ে একমাত্র গোল করেছিলেন মানজুর জুনায়েদ।

আগামিকাল, মঙ্গলবার ভারত খেলবে জাপানের বিরুদ্ধে, আর গ্রুপের অন্য ম্যাচে আয়োজক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচ ড্র করায় পরের রাউন্ডে যেতে হলে জাপানকে হারতে হবে ভারতকে।

এই টুর্নামেন্ট আসলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। পুল এ-তে ভারত, জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া রয়েছে। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, কোরিয়া, ওমান ও বাংলাদেশ। আর কিছুক্ষণ পরেই হকিতে কোর্টে নামতে চলেছে ভারত-পাকিস্তান।

(Source: abplive.com)