Karnataka Legislative Assembly: হঠাৎ বিজেপি-মডেল? গোমূত্র ছিটিয়ে বিধানসভা ‘শুদ্ধকরণ’ কংগ্রেসকর্মীদের…

Karnataka Legislative Assembly: হঠাৎ বিজেপি-মডেল? গোমূত্র ছিটিয়ে বিধানসভা ‘শুদ্ধকরণ’ কংগ্রেসকর্মীদের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি যা করে থাকে, ঠিক সেটাই করল কংগ্রেস। বেঙ্গালুরুর কংগ্রেসকর্মীরা বিধানসভা ‘শুদ্ধ’ করলেন গোমূত্র ছড়িয়ে! কর্নাটক বিজেপিকে হঠিয়ে উল্লসিত কংগ্রেস। কংগ্রেসের যে-ফলাফল নিয়ে উল্লসিত গোটা দেশই। সংশ্লিষ্ট মহল বলছে, ২০২৪ সালের আগে কর্নাটকের এই ফলাফল দেশের সামগ্রিক রাজনীতির পক্ষে খুবই তাৎপর্যপূর্ণ।

কংগ্রেস সরকার গড়ে নিয়েছে। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেব শপথও নিয়েছেন। এবার কর্নাটক বিধানসভায় প্রথম পর্বের অধিবেশন বসবে। তার আগে বিধানসভায় গোমূত্র ছড়িয়ে বিধানসভা চত্বর শুদ্ধ করে নিলেন কর্নাটক কংগ্রেসকর্মীরা। করলেন বিশেষ পুজোও। এই অধিবেশন তিনদিনের, চলবে ২৪ মে পর্যন্ত।

প্রবীণ কংগ্রেস নেতা আরভি দেশপাণ্ডে প্রোটেম স্পিকার নির্বাচিত হয়েছেন। ডিকে শিবকুমার ডেপুটি চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছেন। কংগ্রেস ১৩৫ টি আসন পেয়েছে। কর্নাটক বিধানসভা ২২৪ আসনের। বিজেপি পেয়েছে ৬৬টি আসন।

বহুদলীয় রাজনৈতিক পরিবেশে সংঘাতের আবহ হয়তো থাকবেই। কিন্তু কংগ্রেসকর্মীরা কেন এটা করল? এ কি বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল? নাকি প্রকারান্তরে বিজেপির রাজনীতিকেই অজান্তে সিলমোহর দিয়ে দেওয়া?

(Feed Source: zeenews.com)