শ্য়ুটিং ফ্লোরে গুরুতর আহত অনুপম খের! ব্য়থা কমাতে কী করলেন অভিনেতা?

শ্য়ুটিং ফ্লোরে গুরুতর আহত অনুপম খের! ব্য়থা কমাতে কী করলেন অভিনেতা?

কলকাতা: এইমুহূর্তে স্পোর্টস ফিল্ম ‘বিজয় 69’-এর শ্য়ুটিং-এ ব্যস্ত বলিউডের প্রবীণ অভিনেতা  অনুপম খের। আর সেখানেই একটি শ্য়ুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন অভিনেতা। জানাযাচ্ছে, তাঁর হেয়ারলাইন ফ্র্যাকচার। সম্প্রতি ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে নিজেই এই খবর প্রকাশ্য়ে আনলেন অভিনেতা।

পোস্টে রসিকতার ছলে অভিনেতা লেখেন, ‘স্পোটর্স ছবির শ্য়ুটিং-এ চোট লাগবে না তাও কী হয়!’ তিনি আরও লেখেন,’যিনি আমার হেয়ারলাইন ফ্র্যাকচারের চিকিৎসা করেছেন তিনি বলেছেন এর আগে তিনি শাহরুখ খান ও ঋত্বিক রোশনেরও চোটের চিকিৎসা করেছেন। আর এই কথা শুনে আমার ব্য়থা যেন খানিকটা কমে গেছে।’

প্রসঙ্গত, যশরাজ ব্য়ানারের আসন্ন ওটিটি ছবি (OTT Film) ‘বিজয় 69’-এর পরিচালনা করছেন অক্ষয় রায়।

উল্লেখ্য়, কিছুদিন আগে ‘দ্য় কেরালা স্টোরি’ বিতর্কে মুখ খুলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অনুপম খের। তিনি জানিয়েছিলেন, ‘তাঁরা একই মুখ যাঁরা এই ধরণের ছবির বিরোধিতা করে চলেছেন এবং এইবিশেষ কিছু লোকেদের সর্বত্রই দেখা যায়। সেটা সিএএ প্রতিবাদ হোক বা শাহিনবাগের প্রতিবাদ বা জেএনইউ প্রতিবাদ। তাঁরা একই মুখ যারা দ্য় কাশ্মীর ফাইলস-এরও সমালোচনা করেছিলেন। আমি তাঁদের উদ্দেশ্য জানি না এবং তাঁদের প্রতি মনোযোগও দিতে চাই না। কারণ তাঁরা অপ্রয়োজনীয়।’

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আবারও আমি বলব তাঁরা একই মুখ। আমি ছবিটি দেখিনি কিন্তু আমি খুশি যে পরিচালকেরা বাস্তব জীবন থেকে ছবি বানানোর রসদ নিচ্ছেন।’

এর পাশাপাশি, অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘রিটেক’ (Retake) দেখানো হতে চলেছে মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film Festival) দেখানো হবে ‘রিটেক’। ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে ‘অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট’ এই বিশেষ খবর শেয়ার করে।

এই পোস্ট শেয়ার করে অনুপম খের লিখেছিলেন, ‘ভালবাসা, বিরহ ও একটা রিটেক। আমাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘রিটেক’ এখন তৈরি হচ্ছে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমেরিকান প্রিমিয়ারের জন্য। অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি লিখেছেন ও পরিচালনা করেছেন প্রতিভাবান শ্বেতা বসু প্রসাদ।’

সেই পোস্টে অনুপম খের আরও লেখেন, ‘গোটা বিশ্ব আমাদের দুর্দান্ত শর্টফিল্ম দেখবে সেই অপেক্ষায় রয়েছি। হ্যাশট্যাগ রিটেক।’ এরপরই পোস্ট ভাসে নেটিজেনদের শুভেচ্ছা ও শুভ কামনায়।

(Feed Source: abplive.com)