যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে, ফের বিস্ফোরক তাপস রায়

যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে, ফের বিস্ফোরক তাপস রায়

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের বিস্ফোরক তাপস রায় (Tapas Roy)। এবার দলের বিধায়ক, সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক (TMC MLA)। বরানগরে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাপস রায় বলেন, মন্ত্রিসভায় আমার জায়গা হয়নি। অথচ যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে। একইসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, নতুন প্রজন্মের মন্ত্রী, সাংসদ, মেয়র, চেয়ারম্যানদের সকলের যোগ্যতা রয়েছে বলে মনে করি না। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক।

‘বেসুরো’ মদন যখন ফের সুরে বাজতে শুরু করলেন, তখন তাল কাটলেন আরও এক তৃণমূল বিধায়ক। দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের একাংশের যোগ্যতা নিয়েই এবার প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই সঙ্গে মন্ত্রিসভায় তাঁর জায়গা না হওয়া নিয়েও একরাশ ক্ষোভ শোনা গেছে বরানগরের তৃণমূল বিধায়কের গলায়। তাপস রায়ের অভিযোগ, ‘আমার মন্ত্রিসভায় স্থান হয়নি, ১২ বছরে আড়াই বছর মন্ত্রী ছিলাম, তার আগেও ছিলাম না, তার পরও নেই। দেখেছেন কখনও সিনসিয়ারিটির অভাব ? সিরিয়াসনেসের অভাব ? সময়ের অভাব ? সময় দেওয়ার অভাব ? দেখেছেন কখনও ? আমার থেকে বহু যোগ্যতায় ধারেকাছে নেই, তারা সব মন্ত্রী।’

১৯৯৬ সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন তাপস রায়। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে জেতেন বড়বাজার কেন্দ্র থেকে। ২০০৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান তিনি। তারপর, ২০১১ সালে তাঁকে টিকিট দেওয়া হয় বরানগর কেন্দ্র থেকে। সেই থেকে এখনও পর্যন্ত বরানগর কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক তাপস রায়।

মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে, ক্ষোভ উগরে দিলেও, দলের কোপে যাতে না পড়তে হয়, তার জন্য চেক-অ্য়ান্ড ব্যালান্সও করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। ঘাসফুল শিবিরের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেছেন, ‘অনেক কমপালশন থাকে, জেলার কমপালশন থাকে, এস সি-এস টির কমপালশন থাকে, মহিলার কমপালশন থাকে, মাইনরিটির কমপালশন থাকে, এটা মাথায় রাখতে হবে, তবে হ্যাঁ, এটা যদি আবার বেশি হয়ে যায়, সব ক্ষেত্রেই এটার সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ, ব্যালেন্স।’

(Feed Source: abplive.com)