অভিযানে নামতেই ৩৪,০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত বাংলায়, গ্রেফতার ১০০

অভিযানে নামতেই ৩৪,০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত বাংলায়, গ্রেফতার ১০০

ভাবা যায়! বিরোধীরা বার বার অভিযোগ তোলেন বোমা বারুদের উপর বসে রয়েছে বাংলা। আর তারই যেন প্রমাণ মিলছে হাতে নাতে। পুলিশ সূত্রে খবর, বাংলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সব মিলিয়ে নিষিদ্ধ বাজি তৈরি ও মজুত রাখার অভিযোগে প্রায় ১০০জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে এখনও পর্যন্ত মোটামুটি ১৩২টি মামলা হয়েছে। কার্যত এগরা ও বজবজে বিস্ফোরণের পরেই নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করার জন্য় নড়েচড়ে বসে পুলিশ। এরপর শুরু হয় অভিযান।

সোম ও মঙ্গলবার একেবারে ধারাবাহিক অভিযান চলে। নদিয়া দুই ২৪ পরগনা সহ বিভিন্ন জায়গায় চলে এই অভিযান। আর তাতে যে বাজি উদ্ধার হয়েছে তা একেবারে চমকে দেওয়ার মতো। কাছেপিঠে কোনও পুজো নেই। তা সত্ত্বেও যে বাজির স্তুপ উদ্ধার হল তা চমকে দেওয়ার মতো।

সূত্রের খবর, সব মিলিয়ে ৩৪,০০০ কেজি বিস্ফোরক ও নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ১০০জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এই অবৈধ ব্যাবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। নদিয়া ও দুই ২৪ পরগনাতে এই অভিযান চালানো হয়েছে। এখনও চলছে অভিযান। এদিকে সূত্রের খবর নদিয়ায় এক স্কুল শিক্ষককেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তিনি শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করতেন বলে অভিযোগ।

এদিকে আগামী ২৯ মের মধ্যে এই শব্দবাজি বাজেয়াপ্ত করা নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার হারালে যে বাজি বাজার চলছে সেটা বন্ধ করে দেওয়া হবে। সেখানে যে সমস্ত কাঁচামাল রয়েছে তা অবিলম্বে পুলিশের কাছে জমা দেওয়ার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বাজি তৈরির জন্য় আলাদা ক্লাস্টার করে কীভাবে তাদের পুনর্বাসন দেওয়া সম্ভব তা নিয়ে শীঘ্রই আলোচনা হবে।

তবে গোটা বাংলা জুড়ে বাজির এই রমরমা কারবার নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে তুলোধোনা করছেন বিরোধীরা। তাদের মতে, পুলিশ প্রশাসন সব জানত। এই বাজি প্রস্তুতকারকদের কাছ থেকে তোলা আদায় করত পুলিশ। সেকারণেই এই নিষিদ্ধ কারবার ফুলেফেঁপে উঠেছিল।

(Feed Source: hindustantimes.com)