ঘন বেগুনি রঙে লুকিয়ে নম্বর! খুঁজে পেলেন? গোপন সংখ্যা খুঁজে চোখ যাবে ধাঁধিয়ে!

ঘন বেগুনি রঙে লুকিয়ে নম্বর! খুঁজে পেলেন? গোপন সংখ্যা খুঁজে চোখ যাবে ধাঁধিয়ে!

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

বেগুনি রঙে কোন নম্বর লুকিয়ে?

সম্প্রতি এমনই এক নতুন অপটিক্যাল ইলিউশনের ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর ক্যাপশনে লেখা রয়েছে, “চক্ষু পরীক্ষা! কোন সংখ্যা দেখতে পাচ্ছেন?” অর্থাৎ ছবিতে লুকিয়ে থাকা সংখ্যা খুঁজে বার করতে হবে। অপটিক্যাল ইলিউশনের খেলায় অংশগ্রহণকারীরা সেই সংখ্যা খুঁজতে গিয়ে রীতিমতো নাকাল হয়েছেন। কারণ ছবিটা দেখলেই বোঝা যাবে যে, সংখ্যা খুঁজে বার করা বেশ শক্ত। কিন্তু কেন?

আসলে ছবিটিতে দেখা যাচ্ছে যে, ঘন বেগুনি রঙ যেন ছড়িয়ে দেওয়া হয়েছে। আর তার মাঝেই কেমন যেন চোখ ধাঁধিয়ে যাওয়া ডিজাইন করা। আর এরই মাঝে লুকিয়ে রয়েছে একটি সংখ্যা। আর এখানেই শুরু হচ্ছে আসল মজা। ওই চোখ ধাঁধানো বেগুনি রঙে নজরটা স্থির করলেই রীতিমতো চাপ পড়ছে চোখের উপর। মনে বিভ্রান্তি ঘিরে আসবে। কখনও মনে হবে ছায়া, তো কখনও আবার মনে হবে বাঁকানো দাগ। ভাল করে ছবির উপর মনোনিবেশ করলে তবেই দেখা মিলবে গোপন সংখ্যার। ফলে এটিকে গভীর মনঃসংযোগের পরীক্ষাও বলা যেতে পারে।

অপটিক্যাল ইলিউশনের সমাধান করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে, এর কোনও সঠিক কিংবা বেঠিক উপায় নেই। প্রতিটা মানুষের অনন্য দৃষ্টিভঙ্গির কারণেই ভিন্ন ভিন্ন ফল মিলতে পারে। সর্বোপরি দুর্দান্ত একটা অভিজ্ঞতা সঞ্চয় হতে পারে। সঠিক উত্তর দিতে না পারলেও মুষড়ে পড়ার কোনও কারণ নেই। আসলে এই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে করতেই একটা সময়ে খুঁটিয়ে দেখার ক্ষমতা বাড়বে। এই যেমন এক্ষেত্রেই হয়েছে। উপরোক্ত দৃষ্টি বিভ্রম ধাঁধার কমেন্ট বক্সে উপচে পড়েছে নানা ধরনের উত্তর। কেউ কেউ বলছেন ‘২১০’ তো আবার কেউ কেউ বলছেন ‘২১৬’। না কি অন্য কোনও সংখ্যাও রয়েছে? আসলে কী দেখা যাচ্ছে? এই সব প্রশ্নেই এখন মুখর কমেন্ট বাক্স।

(Feed Source: news18.com)