সরিয়েছেন বিপুল টাকা, রোজভ্যালি কাণ্ডে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে শুভ্রার নাম

সরিয়েছেন বিপুল টাকা, রোজভ্যালি কাণ্ডে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে শুভ্রার নাম

সেই ২০১৫ সাল থেকে জেলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন গৌতম কুণ্ডু। তিনি রোজভ্যালির কর্ণধার। ইতিমধ্যেই ওই সংস্থার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছু সম্পত্তি বাজেয়াপ্তও করেছে ইডি। এবার সেই রোজ ভ্য়ালি কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। এদিকে রোজ ভ্য়ালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ঠিক কী রয়েছে সেই চার্জশিটে?

সূত্রের খবর, এই প্রথম গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে চার্জশিট জমা পড়ল। সেখানে সুদীপ্ত রায় চৌধুরী, শিবময় দত্ত, অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।

এদিকে অতীতে রোজ ভ্য়ালির একাধিক হোটেলে, অফিসে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোটা দেশ জুড়ে জাল বিছিয়েছিল এই সংস্থা। এমনকী একাধিক প্রভাবশালীর নামও উঠে আসে তদন্তে। এবার চার্জশিটে অন্তত ৪০টি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে এই সংস্থার কাজকর্মের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিলেন শুভ্রা, তার আভাস দেওয়া হয়েছে চার্জশিটে।

খবরে উল্লেখ, সেই চার্জশিটে বলা হয়েছে, মূলত কালো টাকাকে সাদা করার জন্য় নানা কায়দা আরোপ করতেন শুভ্রা।

এদিকে এর আগে কলকাতার বাসভবন থেকে শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, ২০২১ সালের জানুয়ারি মাসে ক্রমেই সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা করছিলেন শুভ্রা। সেই সময় তিনি মুম্বইতেও থাকতে শুরু করেছিলেন।

এদিকে তাঁর বিরুদ্ধে সেই সময় অভিযোগ উঠেছিল তিনি রোজভ্যালির বিপুল টাকা অন্যত্র সরিয়ে ফেলেছিলেন। গৌতমের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরেই তিনি এই কীর্তি করেছিলেন বলে অভিযোগ। তিনি স্বর্ণ ব্যবসার সোনাও সরিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ।

এরপর শুভ্রার গতিবিধির উপর নজর রাখছিল কেন্দ্রীয় এজেন্সি। এরপর একসময় তাকে গ্রেফতার করা হয়। ধাপে ধাপে রোজ ভ্যালি কাণ্ডে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বিপুল প্রতারণার জাল গোটা দেশ জুড়ে ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। তবে এবারই প্রথম গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডুর নাম চার্জশিটে এল বলে খবর।

(Feed Source: hindustantimes.com)