শনিবার এগরা যেতে পারেন মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে

শনিবার এগরা যেতে পারেন মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে

কলকাতা: শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরের এগরা যাওয়ার সম্ভাবনা। এগরায় বাজি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। বেআইনি বাজি কারখানা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয় রাজ্য রাজনীতিতে৷ বিরোধীদের নিশানার মুখে পড়ে বর্তমান রাজ্য সরকার৷ সেই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর এগরা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ আক্ষরিক অর্থেই এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে রয়েছে৷

এগরা সফরে গিয়ে কী করবেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিপূরণের চেক তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিহত পরিবারের সদস্যদের চাকরির সুযোগও দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, শনিবার হেলিকপ্টারে করে পূর্ব মেদিনীপুরের এগরা পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। ঐদিনই কর্মসূচি শেষ করে ফের কলকাতা ফিরে আসবেন তিনি।

প্রসঙ্গত শনিবারই দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠক রয়েছে। যদিও সেই বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঐ দিনই পূর্ব মেদিনীপুরের এগরা সফর যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এগরার ঘটনাস্থলে এলাকার পাশেই হেলিপ্যাড করা হয়েছে। তবে শনিবার মুখ্যমন্ত্রী যেতে পারেন তা মনে করে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। যদিও মুখ্যমন্ত্রী সফরসূচী এখনও চূড়ান্ত না হলেও শনিবারই যাওয়া সম্ভাবনা প্রবল বলেই নবান্ন সূত্রে খবর।

(Feed Source: news18.com)