পশ্চিম বঙ্গের একাধিক কলেজে শুরু স্নাতকের অ্যাডমিশন প্রক্রিয়া, কতদিন আবেদন করা যাবে?

পশ্চিম বঙ্গের একাধিক কলেজে শুরু স্নাতকের অ্যাডমিশন প্রক্রিয়া, কতদিন আবেদন করা যাবে?

ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সিবিএসই দ্বাদশ শ্রেণি এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্যের একাধিক কলেজে অনলাইনে ভরতির প্রক্রিয়া (অ্যাডমিশন) শুরু হয়ে গিয়েছে। যে কলেজগুলি স্বশাসিত বা সংখ্যালঘু মর্যাদাপ্রাপ্ত কলেজ বা একটি ক্যাম্পাস-বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের কলেজ। আর বাকি যে সরকারি বা সরকারি-পোষিত কলেজ আছে, সেগুলিতে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভরতির প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোন কোন কলেজের স্নাতক স্তরে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তা দেখে নিন –

লোরেটো কলেজের অ্যাডমিশন (স্নাতক)

ইতিমধ্যে লোরেটো কলেজে স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ইংরেজি, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং ভূগোলে বি.এ অনার্স করতে পারবেন পড়ুয়ারা। ভূগোল, মনোবিজ্ঞান এবং অর্থনীতিতে বিএসসি অনার্স করা যাবে।সেইসঙ্গে বিএ জেনারেল কোর্সও আছে। আগামী ২১ জুনের মধ্যে প্রথম মেধাতালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

লোরেটের কলেজের অ্যাডমিশনের লিঙ্ক – এখানে ক্লিক করুন

ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ (স্নাতক)

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের মধ্যেই ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে স্নাতক স্তরে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সোশিয়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকসে অনার্স করা যাবে। বি.কম অনার্সও হবে।

ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে অ্যাডমিশনের লিঙ্ক – এখানে ক্লিক করুন

বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে কলেজ (স্নাতক)

স্নাতক স্তরে অ্যাডমিশনের জন্য বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৩ জুন মধ্যরাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন চলবে বলে জানানো হয়েছে। বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ফিলোজফি, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, মাইক্রোবায়োলজি, জু’লজি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্সে কোর্সে ভরতি হতে পারবেন পড়ুয়ারা।

বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে কলেজে অ্যাডমিশনের লিঙ্ক – এখানে ক্লিক করুন

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া) (স্নাতক)

ইতিমধ্যে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তারপর অ্যাডমিশন টেস্ট হবে (কেমিস্ট্রি, অঙ্ক, ফিজিক্স, বোটানি, জু’লজি, মাইক্রোবায়োলজি এবং কম্পিউটার সায়েন্স)।

রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে অ্যাডমিশনের লিঙ্ক – এখানে ক্লিক করুন

স্কটিশ চার্চ কলেজ (স্নাতক)

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই অনলাইনে ভরতির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে স্কটিশ চার্চ কলেজে। স্কটিশ চার্চ কলেজে অ্যাডমিশনের লিঙ্ক – এখানে ক্লিক করুন

সেন্ট জেভিয়ার্স কলেজ (স্নাতক)

অ্যাডমিশনের অনলাইন পোর্টাল চালু হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজেও। তবে এখনও অনলাইনে আবেদনের শেষ দিন জানানো হয়নি। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বাংলা স্নাতক ছাড়া যে কোনও বিষয়ের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে উত্তীর্ণ হতে হবে। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাডমিশনের লিঙ্ক – এখানে ক্লিক করুন

(Feed Source: hindustantimes.com)