অপেক্ষা আর মাত্র কয়েকদিন! অবশেষে ঢুকছে বর্ষা, দিন জানিয়ে দিল হাওয়া অফিস

অপেক্ষা আর মাত্র কয়েকদিন! অবশেষে ঢুকছে বর্ষা, দিন জানিয়ে দিল হাওয়া অফিস

নয়া দিল্লি: অপেক্ষা আর কয়েকদিন। তারপরেই দেশে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু। এমনটা জানিয়েছে মৌসম বিভাগ। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরে কেরালায় ৪ জুনের কাছাকাছি বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ১লা জুনের আগে বর্ষা আসার সম্ভাবনা নেই। হাওয়া অফিসের মতে, এই বছর বর্ষা স্বাভাবিক সময়ে আসবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে আরব সাগরে নতুন কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আইএমডি জানিয়েছে, কৃষিতে তেমন প্রভাব পড়বে না। তবে উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।”

প্রসঙ্গত, এই বিষয়ে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পূর্বাভাস দিয়ে জানিয়েছেন, এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রবেশ করতে পারে। এর ফলে নির্ধারিত সময়ের অন্তত দুদিন আগে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা ভারতের এই দ্বীপপুঞ্জে। কেরলে বর্ষা আসতে এবার একটু দেরি হতে পারে। নির্ধারিত ১ জুনের পরিবর্তে অন্তত ৪ জুন ঢুকতে পারে বর্ষা।

আবহাওয়া দফতর ২৫ বছরের হিসাবের গড় করে বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু পৌঁছোনোর একটি নির্ধারিত দিন ঠিক করে। সেই হিসেব অনুযায়ী আবহাওয়া দফতরের ক্যালেন্ডারে আন্দামানে মৌসুমী বায়ুর দ্বারা নির্ধারিত দিন ২২শে মে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু পৌঁছনোর দিন নির্ধারিত ১লা জুন। সারা ভারতে ৮ জুলাই এর মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা। বাংলার ক্ষেত্রে উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করে।

(Feed Source: news18.com)