বসিরহাট: বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দেউলি গ্রামে রাতের অন্ধকারে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই গ্রামের বাসিন্দা বছর ২০ এর সুমন প্রামানিক, কর্মসূত্রে সে ভিন রাজ্যে থাকে। কিছুদিন আগে বাড়ি ফেরে। এদিন হঠাৎই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
তাঁর বাড়ির লোকজন খোঁজ খবর করতে থাকে। তারপর জানা যায়, বাড়ি থেকে কিছু দূরে একটি শিরিষ গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে। প্রত্যক্ষদর্শীরা বলেন হাত-পা-মুখ গামছা দিয়ে বাধা ছিল।
হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
এখন প্রশ্ন উঠছে সে যদি আত্মহত্যা করে তাহলে হাত-পা-মুখ বাঁধা থাকবে কেন? রাতের অন্ধকারে কেউ মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে কিনা বা কারও সঙ্গে পুরানো কোন শত্রুতার জেরে এই মর্মান্তিক পরিণতি কিনা? সেটা তদন্ত করে দেখে নিতে চাইছেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা।
(Feed Source: news18.com)