কাঁটাতার পেরিয়ে এলে হিন্দুদেরও ফেরত যেতে হবে, শুভেন্দুর মন্তব্যে অস্বস্তিতে BJP

কাঁটাতার পেরিয়ে এলে হিন্দুদেরও ফেরত যেতে হবে, শুভেন্দুর মন্তব্যে অস্বস্তিতে BJP

কাঁটাতার পেরিয়ে এলে হিন্দুদেরও ফিরতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা শুরু করল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুভেন্দুবাবুর বক্তব্য দলের নীতি নয়। এটা ওনার ব্যক্তিগত মত হয়ে থাকতে পারে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে সুকান্তবাবু বলেনেছন, ‘আমরা কাউকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে CAA-র মাধ্যমে বাকিদের নাগরিকত্ব দিতে চাই। বিরোধী দলনেতা ঠিক কী বলেছেন জানি না। তবে উনি যদি একথা বলে থাকেন তাহলে হয়তো ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। কোন পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেছেন তা আমি ওনার সঙ্গে কথা বলে জানব। রাজ্যবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই’।

শনিবার মালদার মথুরাপুরে এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে এলে তার সঙ্গে কোনও ব্যাপার নেই।’ শুভেন্দুর এই মন্তব্যে মতুয়াসহ উদ্বাস্তুদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রশ্ন ওঠে CAA পাশ করার প্রাসঙ্গিকতা নিয়ে।

(Feed Source: hindustantimes.com)