পটনায় ‘ছদ্মবেশী’ বিজেপি বিরোধী কিছু দল বৈঠকে বসতে চলেছে: বিকাশরঞ্জন

পটনায় ‘ছদ্মবেশী’ বিজেপি বিরোধী কিছু দল বৈঠকে বসতে চলেছে: বিকাশরঞ্জন

বিজেপিকে সুবিধা করে দিতে ১২ জুন পটনায় বিরোধী দলগুলির অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক প্রতিক্রিয়ায় এমনই জানালেন রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, কংগ্রেস ও বামেদের ছাড়া বিরোধী ঐক্য সম্ভব নয়।

আগামী ১২ জুন পটনায় দেশের বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই বৈঠকে যোগ দিতে ১১ জুন পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তা মানতে রাজি নন বিকাশরঞ্জন বাবু।

রবিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘২০২৪ লোকসভা নির্বাচনের আগে সমস্ত গণতান্ত্রিক বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা প্রকৃত অর্থেই বিজেপি বিরোধী। কিন্তু বিজেপি বিরোধিতার নাম করে কিছু ছদ্মবেশী দলকে দিয়ে ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তেমনই একটি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব দল ঐক্যবদ্ধ হবে, বা সেটা হলে বিরোধী ঐক্য হবে বলে আমার মনে হয় না। বাম ও কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের একজোট করার চেষ্টাই হবে আসল প্রচেষ্টা। সেই রকম প্রচেষ্টায় মমতার কোনও রকম উল্লেখযোগ্য যোগদান থাকার কথা নয়’।

(Feed Source: hindustantimes.com)