রীতি ভেঙে কাকে মহাকাশে পাঠাচ্ছে চিন! রয়েছে চন্দ্র অভিযানের পরিকল্পনাও

রীতি ভেঙে কাকে মহাকাশে পাঠাচ্ছে চিন! রয়েছে চন্দ্র অভিযানের পরিকল্পনাও

বেজিং : মহাকাশ গবেষণায় তাদের চিরাচরিত রীতি ভাঙল চিন৷ এই প্রথম তারা এমন এক মহাকাশচারীকে মহাবিশ্বে পাঠাবে, যিনি সে দেশের সাধারণ নাগরিক৷ জানানো হয়েছে চিনের মহাকাশ গবেষণা সংস্থা থেকে৷ বেজিং ইউনিভার্সিটি অব এরোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স-এর অধ্যাপক গি হাইচাও প্রথম চিনা নাগরিক যিনি এই ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হতে চলেছেন৷

সোমবার এ খবর জানিয়েছেন চিনের মহাকাশ গবেষণা সংস্থার মুখপাত্র লিন জিকিয়াং৷ এর আগে এখনও পর্যন্ত যত জন মহাকাশচারীকে চিন পাঠিয়েছে, তাঁরা সকলেই পিপলস লিবারেশন আর্মি-র অংশ৷

পুরনো রীতি ভেঙে বেরিয়ে আসা এই অভিযানের মিশন কম্যান্ডার জিং হাইপেং৷ তৃতীয় সদস্য ঝু ইয়ংঝু৷ উত্তর পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মঙ্গলবার সকালে তাঁরা রওনা দেবেন নতুন অভিযানের উদ্দেশে৷ প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চিন এখনও পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে সেনাবাহিনীচালিত মহাকাশ গবেষণা প্রকল্পে৷ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও আছে তাদের৷

একটু বিলম্বিত সূত্রপাত হলেও চিন চেষ্টা করছে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার পরে মহাকাশ গবেষণায় উজ্জ্বল নাম হয়ে উঠতে৷ দেশের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে ২০২৯ সালের মধ্যে তারা চন্দ্রঅভিযানের পরিকল্পনায় বদ্ধ পরিকর৷

(Feed Source: news18.com)