ডিপ্লোম্যাট পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্ট নিলেন রাহুল, আজই যাবেন আমেরিকায়

ডিপ্লোম্যাট পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্ট নিলেন রাহুল, আজই যাবেন আমেরিকায়

বেশ কয়েকদিন আগেই সাংসদ পদ খারিজ হয়েছে। এরপর এই প্রথম বিদেশ যাত্রায় যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তার আগে হাতে নতুন পাসপোর্ট পেলেন তিনি। উল্লেখ্য, এতদিন সাংসদ থাকায় রাহুলের কাছে ডিপ্লোম্যাট পাসপোর্ট ছিল। তবে সাংসদ পদ খারিজ হওয়ায় সেই পাসপোর্টে আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না রাহুল। উল্লেখ্য, দু’দিন আগেই দিল্লির এক আদালত রাহুলের পাসপোর্টের আবেদনকে সবুজ সংকেত দেখিয়েছিল। উল্লেখ্য, আজ সন্ধ্যায় আমেরিকার সান ফ্রান্সিস্কোর উদ্দেশে রওনা দেবেন রাহুল। তিনি তিনটি মার্কিন শহরে যাবেন এই সফরকালে। সেখানকার ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন রাহুল।

উল্লেখ্য, এর আগে মার্চ মাসে সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল রাহুল গান্ধী। ‘মোদী পদবি’ মামলায় সুরাটের আদালত তাঁকে দু’বছরের সাজা শোনানোর পর নিয়ম মাফিক সাংসদ পদ খারিজ হয় তাঁর। এই আবহে নিজের ডিপ্লোম্যাট পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন রাহুল গান্ধী। এত বছরে এই প্রথম সাধারণ নাগরিক হিসেবে বিদেশ ভ্রমণে যাবেন রাহুল গান্ধী। এর আগে রাহুল গান্ধী দিল্লির এক আদালতে ১০ বছর মেয়াদের একটি সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছিলেন। আদালত তাঁকে তিন বছর মেয়াদের সাধারণ পাসপোর্ট ইস্যু করার জন্য সবুজ সংকেত দেয়। এরপর রবিবার পাসপোর্ট অফিসের তরফে রাহুলকে জানানো হয় যে তাঁর পাসপোর্ট সেদিনও দেওয়া হবে। পরে গতকাল বিকেলে রাহুলের হাতে এসে পৌঁছায় তাঁয় নতুন সাধারণ পাসপোর্ট।

এর আগে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে মামলা করা সুব্রহ্মণ্যম স্বামী রাহুল গান্ধীর পাসপোর্ট ইস্যুর বিরোধিতা করেছিলেন। তবে শেষ পর্যন্ত রাহুলের পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্র মত প্রদান করে আদালত। আদালতের তরফে পর্যবেক্ষণ করা হয়, রাহুল গান্ধী এখনও পর্যন্ত ন্যাশনাল হেরাল্ড কেসে জেরার জন্য নিজে বা নিজের আইনজীবীর মাধ্যমে তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছেন। তিনি এই তদন্ত প্রক্রিয়ায় বাধা দেননি বা বিলম্বিত করার চেষ্টা করেননি। এদিকে আজকে সন্ধ্যায় শুরু হতে চলা সফরে রাহুল গান্ধী প্রথমে গিয়ে পৌঁছবেন সান ফ্রান্সিস্কোতে। সেখানে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। এছাড়া নিউইয়র্কে গিয়ে বেশ কিছু ওয়ালস্ট্রিট কর্তাদের সঙ্গেও এই সফরকালে সাক্ষাৎ করবেন রাহুল গান্ধী। আগামী ৪ জুন নিউইয়র্কেই রাহুলের সফর শেষ হওয়ার কথা।

(Feed Source: hindustantimes.com)