বাবা ঘুগনি বিক্রেতা, উচ্চ মাধ্যমিকে ৯২.৫ শতাংশ নম্বর পেয়ে চমকে দিল সুমনা

বাবা ঘুগনি বিক্রেতা, উচ্চ মাধ্যমিকে ৯২.৫ শতাংশ নম্বর পেয়ে চমকে দিল সুমনা

বসিরহাট: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় স্থান না পেলেও চমক দিয়েছে উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবন এলাকার সন্দেশখালির মেয়ে সুমনা মাইতি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোনও লাইব্রেরি, ঠিক তেমনভাবে এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নেই। প্রতিবন্ধকতাকে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯২.৫ শতাংশ নম্বর পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলল সুমনা।

সন্দেশখালির রাজবাড়ি এলাকার ছোট্ট এক ঘরে বসবাস। বাবা রত্নাকর মাইতির রাজবাড়ি বাজারে ছোট্ট একটি মুড়ি ঘুগনির দোকান রয়েছে। আর তা দিয়েই নিজের সামান্য উপার্জনে কোনওরকমে দুই মেয়ে এক ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

এ বছর উচ্চমাধ্যমিকে আগারহাটি গৌরহরি বিদ্যাপীঠ (উঃ মাঃ) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুমনা। সুমনার প্রাপ্ত নম্বর ৪৬৩। যার মধ্যে ইংরেজিতে ৯৫, রাষ্ট্রবিজ্ঞানে ৯৫, ইতিহাস ও ভূগোল দুটি বিষয়েই ৯৩ করে নম্বর তুলেছে। ছোট থেকেই ইংরেজি সুমনার পছন্দের বিষয়। পরবর্তীতে ইংরেজি নিয়ে পড়াশোনা করে সে প্রফেসর হতে চায়। কিন্তু বাদ সাধছে আর্থিক অবস্থা। চোখ মুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রত্যন্ত এলাকায় নিজেকে মেলে ধরলেও তবে কি আর্থিক অনটন কাটিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারবে সে! যা নিয়ে এক চাপা উৎকন্ঠায় সুমনা ও পরিবারের।

(Feed Source: news18.com)